promotional_ad

র‌্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগোলেন সৌম্য, শরিফুল ২৪ ধাপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সৌম্যর ১৫৩* রানের পর রূপগঞ্জের বিশাল জয়

২৩ এপ্রিল ২৫
তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার, ক্রিকফ্রেঞ্জি

নিউজিল্যান্ড সফরে সৌম্য সরকারের প্রত্যাবর্তনের ম্যাচটা মোটেও ভালো ছিল না। নিশ্চিতভাবেই সেদিনের ম্যাচটি ভুলে যেতে চাইবেন। প্রথম ওয়ানডে যদি সৌম্য ভুলে যেতে চান তাহলে পরের ম্যাচটা বাঁহাতি এই ব্যাটারের কাছে চির স্মরণীয় হয়ে থাকার কথা।


কিউইদের বিপক্ষে ১৬৯ রানের ইনিংস খেললেও বাংলাদেশকে জেতাতে পারেননি। তবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন সৌম্য। এমন পারফরম্যান্সের পর আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই ক্রিকেটারের। দারুণ ব্যাটিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন সৌম্য। যদিও সেরা ১০০ জনের ঢুকতে পারেননি তিনি।


promotional_ad

বর্তমানে সৌম্যর অবস্থান ১১১তম। সৌম্যর মতো ব্যাটিংয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তরও। প্রথম দুই ম্যাচে ভালো করতে না পারলেও তৃতীয় ওয়ানডেতে রানের দেখা পেয়েছেন তিনি। কিউইদের ৯ উইকেটে হারানোর দিনে খেলেছিলেন অপরাজিত ৫১ রানের ইনিংস। এমন ব্যাটিংয়ে ৯ ধাপ এগিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।


আরো পড়ুন

বাংলাদেশের কাজ সহজ করে দিয়েছেন খালেদ-শরিফুলরা

৫ মে ২৫
উইকেট নিয়ে সতীর্থদের সঙ্গে শরিফুল ইসলামের উল্লাস, ক্রিকফ্রেঞ্জি

শান্ত রয়েছেন ৪৯তম স্থানে। বোলিংয়ে বড় লাফটা দিয়েছেন শরিফুল ইসলাম। তিন ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। তাতে করে ২৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন তিনি। অন্যদের মাঝে বড় লাফ দিয়েছেন ফিল সল্ট। সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ডানহাতি এই ওপেনার।


৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে করেছেন ৩৩১ রান। তাতে করে ১৮ ধাপ এগিয়ে মোহাম্মদ রিজওয়ানকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছেন সল্ট। যেখানে ইংল্যান্ডের এই ওপেনারের রেটিং পয়েন্ট ৮০২ । এদিকে ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে আছেন ভারতের সূর্যকুমার যাদব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball