আকাশ চোপড়ার কাছে বাংলাদেশের স্কোর কার্ড যেন একটি টেলিফোন নম্বর

বাংলাদেশ
আকাশ চোপড়ার কাছে বাংলাদেশের স্কোর কার্ড যেন একটি টেলিফোন নম্বর
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন ছাড়া ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। প্রত্যেকেই ফিরে গেছেন এক অঙ্কের রান করে। যার কারণে বাংলাদেশের স্কোর কার্ড দেখে টেলিফোন নম্বর ভেবেছিলেন আকাশ চোপড়া!

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫১ বলে ৬৯ রানের ইনিংস খেলেন সাইফ। তিনে নামা পারভেজ হোসেন ইমন খেলেন ১৯ বলে ২১ রানের ইনিংস। বাকি ব্যাটাররা সবাই ছিলেন আসা-যাওয়ার মধ্যেই।

তানজিদ হাসান ১, তাওহীদ হৃদয় ৭, শামীম পাটোয়ারি শুন্য, জাকের আলী ৪ এবং মোহাম্মদ সাইফউদ্দিন করেন ৪ রান। দলের বোলাররাও কেউ ছয় রানের বেশি করতে পারেননি। ফলে ১২৭ রানে গুঁটিয়ে যায় টাইগারদের ইনিংস। ভালো বোলিংয়ের পরও ৪১ রানে হারে বাংলাদেশ।

ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে আকাশ চোপড়া বলেন, 'দ্বিতীয় ইনিংসের পুরোটা জুড়েই সাইফ। বাকিরা কেউই কিছু করতে পারেনি। আমরা যদি ইমনকেও বাদ দিই তাহলে সবাই সিঙ্গেল ডিজিটে আউট হয়েছে। দেখে মনে হচ্ছে না এটা ব্যাটিং স্কোর কার্ড। মনে হচ্ছে এটা একটা টেলিফোন নম্বর।'

'তাদের (বাংলাদেশ) সুযোগ ছিল। সাইফ ব্যাটিং করছিল, পাঁচটা ছক্কা মেরেছে। ব্যাটিংও এত বেশি কঠিন ছিল না। ভারতও ক্যাচ ছেড়ে দিচ্ছিল। বাংলাদেশের একজন ব্যাটার কম ছিল। যখন সাইফউদ্দিন খেলাবেন এবং লিটন দাস থাকবে না তখন আপনার এমনিতেই একজন ব্যাটার কম। তখন আপনার সবার থেকেই একটু ভালো ব্যাটিং প্রয়োজন।'

ভারতের হয়ে ১৮ রান খরচায় তিন উইকেট নেন কুলদিপ যাদব। দুটি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল এবং তিলক ভার্মা।

এদের বোলিংয়ের সামনেও ১৬৯ রান তাড়া করা সম্ভব বলে মনে করেন আকাশ, 'স্পিনারদের বিপক্ষে স্কোর করতে চাইলে হয় আপনি ছক্কা মারতে হবে নয়ত সুইপ করতে হবে। এটা ছাড়া খুব বেশি অপশন নেই। এমন কোয়ালিটি স্পিনার ও বড় মাঠে আপনি চাইলেই স্পিনারদের মারতে পারবেন না।'

'আপনাকে বুঝেশুনে খেলতে হবে। আপনি ১৯০ রান তাড়া করছেন না। আপনি এমন একটা রান তাড়া করতে নেমেছেন যেটা তাড়া করা সম্ভব।'

আরো পড়ুন: আকাশ চোপড়া