promotional_ad

সাকিবের অভাব সৌম্যকে দিয়ে পূরণ করতে চান শান্ত

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অধিনায়ক হিসেবে বড় কিছু অর্জনের লক্ষ্য লিটনের

১২ মে ২৫
সংবাদ সম্মেলনে লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে নেই সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের অনুপস্থিতিতে নিজেকে মেলে ধরবেন লম্বা সময় পর জাতীয় দলে ডাক পাওয়া সৌম্য সরকার, এমনটাই প্রত্যাশা করছেন নাজমুল হোসেন শান্ত। বিশেষ করে সৌম্যের বোলিং সামর্থ্য কাজে লাগাতে মুখিয়ে আছেন শান্ত।


তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদদের মতো সিনিয়র ক্রিকেটাররাও নেই এবারের নিউজিল্যান্ড সফরে। এক রাশ তরুণ ক্রিকেটার নিয়েই এবার কিউইদের ডেরায় খেলতে গেছে বাংলাদেশ। দলের সকল ক্রিকেটারকেই গুরুত্বপূর্ণ মনে করছেন শান্ত।


promotional_ad

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাই আলাদা কোনও ক্রিকেটারকে নিয়ে কথা বলতে নারাজ। তবে সাকিবের অনুপস্থিতিতে ব্যাটিং-বোলিং সামর্থ্য এবং অভিজ্ঞতার কারণেই যে জায়গা পেয়েছেন সৌম্য, সেটা অকপটে স্বীকার করলেন শান্ত।


আরো পড়ুন

পিএসএলে লাহোরের হয়ে খেলবেন সাকিব

১৫ ঘন্টা আগে
পেশোয়ার জালমির জার্সিতে সাকিব আল হাসান, পিসিবি

তিনি বলেন, 'আলাদা কোনও প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই না। প্রত্যেকটা প্লেয়ারই গুরুত্বপূর্ণ। সৌম্যর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমার মনে হয় যে ওনার বোলিংটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সাথে। যেহেতু সাকিব ভাই নাই। তাই ব্যাটিংয়ের সাথে বোলিংটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট, সিলেক্টর তাকে এই চিন্তা করেই অন্তর্ভুক্ত করেছে। সাথে তো অভিজ্ঞতা আছেই।'


এদিকে নিউজিল্যান্ডের কন্ডিশন বাংলাদেশ থেকে পুরোই আলাদা। বাংলাদেশের প্রথম ম্যাচে উঁকি দিচ্ছে বৃষ্টির সম্ভাবনাও। সেদিকে অবশ্য নজর নেই শান্তর। যেকোনো কন্ডিশনে ক্রিকেটাররা মানিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা তার।


শান্ত আরও বলেন, 'বৃষ্টিটা আসলে নিয়ন্ত্রণে নেই। কন্ডিশনও আসলে নিয়ন্ত্রণে নেই। তো এটা নিয়ে ভাবার আসলে সুযোগ নেই। আমার মনে হয় যেরকম কন্ডিশনই থাকবে, ক্রিকেটাররা সেটা মানিয়ে নিয়ে খেলবে। সবাই এটা নিয়ে প্রস্তুত। যেরকম অবস্থাই থাক।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball