বিপিএলে সোহানের চাওয়া ভালো উইকেট

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী ‘ক্রিকেট উইথ সামি’
৬ মে ২৫
জাতীয় নির্বাচনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুর সময় পিছিয়ে গেছে। জানুয়ারির শুরুতে পর্দা ওঠার কথা থাকলেও বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টটি মাঠে গড়াচ্ছে ১৯ জানুয়ারি থেকে।
বিপিএলে বরাবরই আলোচনায় থাকে মিরপুরের উইকেট। সিলেট অথবা চট্টগ্রামে কিছুটা রান হলেও মিরপুরের স্লো উইকেটে লো স্কোরিং ম্যাচের কারণে অনেক সময় সমালোচনার মুখে পড়তে হয় বিপিএলের আয়োজকদের। তবে এবারের বিপিএলে প্রতিযোগিতামূলক উইকেটে খেলতে চান রংপুর রাইডার্সের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
সাধারণত টি-টোয়েন্টি খেলা হয় প্রতিযোগিতামূলক উইকেটে। তবে ব্যাটাররা অনেক সময় পিচের সুবিধা কাজে লাগিয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেন। অনেক ম্যাচে বোলাররাও ম্যাচ মোড় ঘুরিয়ে দিতে পারে। যেমনটা দেখা যায় আইপিএল-পিএসএলে। এমন উইকেটই চাওয়া সোহানের।

তার ভাষ্য, ‘উইকেট তো চাইলেই হবে না। কত ভালো উইকেট দিতে পারে টি-টোয়েন্টি খেলার মতো এটার ওপর অনেক কিছু নির্ভর করে। টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে সবসময় রানের খেলা হয়। আমরাও চাইব যতটা ভালো উইকেটে খেলা যায়।’
গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে রংপুর
১৩ মে ২৫
রংপুর দলে আছে এক ঝাঁক অলরাউন্ডার। সাকিব আল হাসান-শেখ মেহেদী ও মোহাম্মদ নবি থাকায় দলের কম্বিনেশন সাজানো সহজ হবে বলে মনে করেন সোহান। আপাতত দলটির মনোযোগ নিজেদের মধ্যে দৃঢ়তা বজায় থেকে টুর্নামেন্ট শুরু করা। টুর্নামেন্টের শুরু থেকেই দলটির সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে এক ঝাঁক বিদেশি ক্রিকেটারেরও।
নিজেদের দল নিয়ে সোহান বলেছেন, ‘যখনই একটি দল গড়া হয় সব সময় মনোযোগ থাকে আমরা দল হিসেবে কীভাবে থাকতে পারি, পরিবার হিসেবে কীভাবে থাকতে পারি, এর ভেতরে আমরা টিম কম্বিনেশনটা কীভাবে তৈরি করতে পারি। আমাদের যেহেতু সাকিব ভাই, মেহেদী, নবি আছে অলরাউন্ডার অপশন অনেক আমাদের হাতে। এর ফলে অনেকভাবেই টিম কম্বিনেশন করা যাবে। আমার কাছে মনে হয় এটা প্লাস পয়েন্ট।’
রংপুরের বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলের নিয়মিত সদস্য। ফলে তারা এক সঙ্গে খেলার দলটির অভিজ্ঞতার ঝুলি আরও পাকাপোক্ত হবে। তবে দল যত শক্তিশালীই হোক না কেন নির্ধারিত দিনে ভালো খেলাই লক্ষ্য হবে রংপুরের।
নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে সোহান বলেন, ‘জাতীয় দলের খেলা ভিন্নরকমের। বিপিএল যেহেতু ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এটারও ভিন্ন একটা দিক থাকে। দল হিসেবে আমরা কতটা মানিয়ে নিতে পারি নির্দিষ্ট দিনে এটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’