promotional_ad

ধোনি নয় অধিনায়ক হওয়ার কথা ছিল যুবরাজের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আগারকারদের ‘চাপে’ অবসরে যেতে বাধ্য হন কোহলি, ধারণা কাইফের

৩৭ মিনিট আগে
অজিত আগারকার (বামে) ও বিরাট কোহলি (ডানে), ফাইল ফটো

২০০৭ সালে প্রথমবারের মতো নেতৃত্ব নিয়েই ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন শচিন টেন্ডুলকার-রাহুল দ্রাবিড়দের মতো ক্রিকেটাররা। ফলে ধোনির কাঁধে দায়িত্ব দেয়া হয়েছিল এক ঝাঁক তরুণের।


সেই দল নিয়েই বাজিমাৎ করেছিলেন ধোনি। যদিও সেই সময় উত্তাল ছিল ভারতের ক্রিকেট। গ্রেগ চ্যাপেলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন দলের সিনিয়র ক্রিকেটাররা। এমন সময় ভারতের সহ-অধিনায়ক ছিলেন যুবরাজ সিং। সবার ধারণা ছিল তার কাঁধেই তুলে দেয়া হবে ভারতের অধিনায়কের গুরু দায়িত্ব।


promotional_ad

যদিও সবাইকে অবাক করে দিয়ে ধোনিকে নেতৃত্ব দেয়া হয়। ১৬ বছর পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন যুবরাজ। এই অলরাউন্ডার জানিয়েছেন, দলের কঠিন সময়ে তিনিই একমাত্র সতীর্থদের পাশে দাঁড়িয়েছিলেন। এ কারণেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তাদের রোষানলে পড়েছিলেন যুবরাজ।


আরো পড়ুন

ভারতের কোচ হলে রোহিতকে ২০ কিমি দৌড়াতে বলতেন যুবরাজের বাবা

২৮ মার্চ ২৫
যুবরাজ সিং (বামে) এবং রোহিত শর্মা (ডানে), ফাইল ফটো

যুবরাজ ছাড়া যে কাউকেই ভারতের অধিনায়ক করতে রাজি ছিলেন বিসিসিআই কর্মকর্তারা। এ কারণেই আকস্মিকভাবেই ধোনিকে নেতৃত্ব দিয়ে দেয়া হয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা হয়নি সেবার কোনো সিনিয়র ক্রিকেটারকেও।


সম্প্রতি সঞ্জয় মাঞ্জরেকারকে দেয়া এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, 'আমার অধিনায়ক হওয়ার কথা ছিল। যখন গ্রেগ চ্যাপেলকে নিয়ে ঘটনা শুরু হয়েছিল তখন চ্যাপেল বা শচিনের পক্ষে যেতে হতো। আমি একমাত্র প্লেয়ার যে এই সতীর্থের পাশে ছিলাম সেই সময়। বিসিসিআইয়ের কয়েকজন কর্মকর্তা এটা পছন্দ করেনি। তারা বলে দিয়েছিল আমাকে ছাড়া যে কাউকে তারা অধিনায়ক বানাবে। আমি এটাই শুনেছিলাম। আমি জানি না এটা কতটা সত্য।'


অধিনায়কত্ব না পাওয়ায় অবশ্য কোনো আক্ষেপ নেই যুবরাজের। তিনি এখনও একই পরিস্থিতির সৃষ্টি হলে সতীর্থদের পাশে থাকতেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। হুট করেই তাকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়াতেও অবাক হয়েছিলেন যুবরাজ।


সেই সময়ের ঘটনা স্মরণ করে যুবরাজ বলেন, 'আমাকে হঠাৎ করে সহ-অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়। শেবাগ দলে ছিল না। হুট করে ধোনিকে ২০০৭ বিশ্বকাপে অধিনায়ক করা হয়। এটা আমার বিরুদ্ধে সিদ্ধান্ত ছিল। তবে আমার কোনো আফসোস নেই। আজ যদি একই ঘটনা হয়। আমি আমার সতীর্থদের সমর্থন দেব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball