promotional_ad

আশিকুরের সেঞ্চুরিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বোলারদের সামনে সেভাবে দাঁড়াতেই পারলেন না শ্রীলঙ্কার ব্যাটাররা। ওয়াসি সিদ্দিকী, মাহফুজুর রহমান রাব্বিদের দারুণ বোলিংয়ে ১৯৯ রানে গুটিয়ে যায় তারা। সহজ লক্ষ্য তাড়ায় আশিকুর রহমান শিবলির অনবদ্য সেঞ্চুরিতে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লঙ্কানদের বিপক্ষে পাওয়া জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের যুবারা।


জয়ের জন্য ২০০ রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন জিসান আলম। দারুণ ছন্দে থাকা ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। তিনে নামা চৌধুরি মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন আশিকুর শিবলি। তারা দুজনে মিলে যোগ করেন ৭৪ রান।


রিজওয়ান ও আশিকুরের জুটি ভাঙেন লাহিরু কালুপানা। বাঁহাতি এই স্পিনারের বলে তারই হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৩৯ বলে ৩২ রান করা রিজওয়ান। চারে নেমে থিতু হলেও দ্রুত রান তুলতে পারেননি আরিফুল ইসলাম। এদিকে দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন আশিকুর। গুরুকা সংকেতের লেগ স্টাম্পের ওপর করা ডেলিভারিতে ডিপ স্কয়ার লেগে ঠেলে দিয়ে ২ রান নিয়ে ৬৪ বলে পঞ্চাশ ছুঁয়েছেন।


promotional_ad

শুরু থেকেই ব্যাট হাতে তেমন স্বাচ্ছন্দ্যে ছিলেন না আরিফুল। হতাশা থেকেই হয়ত উড়িয়ে মারতে গিয়ে নিজের উইকেট দিয়ে এসেছেন ডানহাতি এই ব্যাটার। মালশা থারুপাথির বলে স্লগ সুইপ করেছিলেন আরিফুল। যা টপ এজ হয়ে সোজা তার মাথার উপরে উঠে যায়। উইকেটকিপার ক্যাচ লুফে নিলে আরিফুল ফেরেন ১৮ রানে। এরপর আশিকুরকে সঙ্গ দিয়েছেন আহরার আমিন।


জুটির পঞ্চাশ পেরোনোর পর নিজে সেঞ্চুরি তুলে নেন আশিকুর। ধিনুকা কালুপানার অফ স্টাম্পের উপর করা ডেলিভারিতে কভার ঠেলে দিয়ে এক রান নেন ডানহাতি এই ব্যাটার। তাতেই ১১৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন আ???িকুর। এদিকে জয়ের আগে সাজঘরে ফিরেছেন ২৩ রান করা আহরার। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ১১৬ রানের ইনিংস আশিকুর।


এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন মারুফ মৃধা। ২৮ রান করা পুলিন্দু পেরেরাকে বোল্ড করে ফেরান তিনি। ১৬ ওভারে আরেক ওপেনার রাভিশান ডি সিলভাকে বোল্ড করেন মাহফুজুর রহমান রাব্বি। রাভিশানের ব্যাটে আসে ২১ রান।


দলীয় ৮৩ রানে অধিনায়ক সিনেথ জয়াবর্ধনেকে বিদায় করেন রাব্বি। শ্রীলঙ্কার মিডল অর্ডার ধসিয়ে দেন ওয়াসি সিদ্দিকি। দিনুরা কালুপাহানাকে ২০, রুসান্দা গ্যামেজকে ২৪ এবং মালসা থারুপাথিকে শূন্য রানে ফেরান তিনি। শেষদিকে শারুজান শানমুগানাথান ২১, বিশ্ব লাহিরু ২৫ এবং রুভিশান পেরেরা ১৯ রান করেন।


যার ফলে লঙ্কান যুবাদের সংগ্রহ দুইশ রানের কাছে পৌঁছায়। ৩২ রান খরচায় তিন উইকেট নেন ওয়াসি। দুটি করে উইকেট নেন মারুফ এবং রাব্বি। একটি করে উইকেট নেন রোহনাত দৌলাহ এবং শেখ পারভেজ জীবন একটি করে উইকেট নেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball