হেনড্রিকস-মার্করামের ব্যাটে এগিয়ে গেল প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৬ মে'র মধ্যে আইপিএল ছাড়বেন সাউথ আফ্রিকার ৮ ক্রিকেটার
২৩ ঘন্টা আগে
ডারবানে সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হানা দেয় বৃষ্টি। যদিও বৃষ্টির পেটে যায়নি ম্যাচটি। বৃষ্টি আইনে ভারতকে পাঁচ উইকেটে হারায় সাউথ আফ্রিকা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ভারতের স্কোর যখন ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০, তখনই বাগড়া দেয় বৃষ্টি। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি ভারত। সাউথ আফ্রিকার লক্ষ্য পাল্টে যাওয়ার সঙ্গে ওভারও কমিয়ে আনা হয়। জিততে হলে ১৫ ওভারে লক্ষ্য ১৫২।
ভারতের শুরুটা ভালো হয়নি। প্রথম দুই ওভারে দু্ই ওপেনার ইয়াশভি জায়সাওয়াল এবং শুভমান গিলকে হারায় দলটি। দুজনই শূন্য রানে ফিরে যান। ৩৬ বলে ৫৬ রান করা সূর্যকুমার যাদব দুজনের সঙ্গে জুটি গড়ে ভারতকে পথ দেখান।

তিলক ভার্মার সঙ্গে ২৪ বলে ৪৯ এবং রিঙ্কু সিংয়ের সঙ্গে ৪৮ বলে ৭০ রানের জুটি গড়েন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক। এ দিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি।
আগারকারদের ‘চাপে’ অবসরে যেতে বাধ্য হন কোহলি, ধারণা কাইফের
৪০ মিনিট আগে
তাবরাইজ শামসির বলে সূর্যকুমার ফিরলেও ৩৯ ব???ে ৬৮ রানে অপরাজিত ছিলেন রিঙ্কু। ২ ছক্কা এবং ৯ চারে সাজানো ছিল রিঙ্কুর ইনিংস। শেষ ওভারে জেরাল্ড কোয়েটজি টানা দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের অপেক্ষায় ছিলেন। যদিও বৃষ্টি বাঁধা দেয়ায় তিনি আর তা পাননি। ৩২ রানে ৩ উইকেট নেন এই পেসার।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়াদের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম দুই ওভারেই ৩৮ তোলেন দুই ওপেনার হেনড্রিকস ও ম্যাথু ব্রিৎজ। ৭ বলে ১৬ করা ব্রিৎজ তৃতীয় ওভারে রবীন্দ্র জাদেজার বলে আউট হন। তারপর জুটি বাঁধেন রিজা হেনড্রিকস ও এইডেন মার্করাম।
দুজনের ৩০ বলে ৫৪ রানের জুটিতে রান তাড়ার বড় কাজটুকু সেরে ফেলেছিল প্রোটিয়ারা। একটি ছক্কা ও ৮ চারে ২৭ বলে ৪৯ করে আউট হন হেনড্রিকস। আর মার্করামের ব্যাট থেকে আসে একটি ছক্কা ও ৪ চারে ১৭ বলে ৩০।
৭.৫ ওভারের মধ্যে দলীয় ৯৬ রানে এই জুটি বিচ্ছিন্ন হওয়ার পর ৪৩ বলে দরকার ছিল ৫৬ রান। পরে আরও ৩টি উইকেট পড়লেও শেষ পর্যন্ত বৃষ্টি আইনে জিতে যায় স্বাগতিকরা। ভারতের হয়ে ৩৪ রানে ২ উইকেট নেন মুকেশ কুমার। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সাউথ আফ্রিকা।