promotional_ad

আইসিসির নভেম্বরের সেরা ক্রিকেটার নাহিদা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে নাহিদা-শারমিন-রিতুর উন্নতি

২২ এপ্রিল ২৫
বাংলাদেশের জার্সিতে নাহিদা আক্তার, আইসিসি

রেকর্ড গড়া বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন নাহিদা আক্তার। অক্টোবরে মাসসেরার মনোনয়ন পেলেও হেইলি ম্যাথিউসের সঙ্গে পেরে উঠতে পারেননি বাঁহাতি এই স্পিনার। নভেম্বর মাসেও নিজের স্পিন জাদু দেখিয়েছেন নাহিদা। যার ফলে টানা দুই মাসে আইসিসির ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন তিনি। গতবার না পেলেও এবার নভেম্বরের প্লেয়ার অব দ্যা মান্থ নির্বাচিত হয়েছেন প্রমিলা এই ক্রিকেটার। প্রথমবারের মতো বাংলাদেশের কোনও প্রমিলা ক্রিকেটার এমন পুরষ্কার জিতলেন।


নভেম্বর মাসের সেরা হওয়ার লড়াইয়ে নাহিদার সঙ্গে ছিলেন বাংলাদেশের ফারজানা হক পিকিংও। বাংলাদেশের এই দুই ক্রিকেটারের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। আইসিসির সেরা হওয়ার উচ্ছ্বসিত নাহিদা।


promotional_ad

তিনি বলেন, 'এই মুহূর্ত অবশ্যই উদযাপন করতে চাই। ক্রিকেট বোদ্ধাদের এতো বড় প্যানেলের মাধ্যমে স্বীকৃতি পাওয়া এবং আইসিসির মাস সেরা নারী ক্রিকেটার হওয়া অবশ্যই দারুণ কিছু। এটা আমার জন্য অনুপ্রেরণা এবং সামনে এগিয়ে যাওয়ার পাথেয় হিসেবে কাজ করবে।'


আরো পড়ুন

পাকিস্তান সফরে যেতে সরকারের ‘মৌখিক অনুমতি’ পেয়ে চিঠির অপেক্ষায় বিসিবি

৪৫ মিনিট আগে
ফাইল ছবি

'সাম্প্রতিক সময়ে আমরা বেশ দারুণ ক্রিকেট খেলছি। আমি খুবই খুশি দল হিসেবে কয়েকটি পরীক্ষায় দলের সফলতায় অবদান রাখায়। আমি অবশ্যই আমার অধিনায়ক, কোচ, দলের ক্রিকেটারদের ধন্যবাদ জানাতে চাই আমার ওপর বিশ্বাস রাখার জন্য। এর কারণে ভালো দলের বিপক্ষে আমি আমার স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছি এবং চাপের মধ্যে পারফর্ম করেছি।'

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নিয়েছিলেন নাহিদা। সিরিজ জয়ে বড় অবদান রাখায় জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও। প্রথম ম্যাচে বাংলাদেশ ৮১ রানে অল আউট হলেও সেদিন ৩০ রানে ৩ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৪৩ রান খরচায় নিয়েছিলেন এক উইকেট। তবে ডায়না বেগ এবং নাজিহা আলভির গুরুত্বপূর্ণ জুটি ভেঙেছিলেন।


দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন নাহিদা। শেষ ম্যাচে বাঁহাতি এই স্পিনারের শিকার ছিল ২৬ রানে ৩ উইকেট। তাতে করে সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball