আইপিএলে খেলতে চান হাসান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে নাও থাকতে পারে আইপিএল-পিএসএলের ফ্র্যাঞ্চাইজি
৬ জুলাই ২৫
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী আসরে খেলেছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। তবে এরপর থেকেই রাজনৈতিক সম্পর্কের অবনতির ফলে আইপিএলে এক প্রকাশ নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটাররা।
একই কারণে দুই দলের কোনো দ্বিপাক্ষিক সিরিজও হয় না। বিশ্বকাপ ও এশিয়া কাপে পাকিস্তান-ভারতের লড়াই দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। পাকিস্তানের বাবর আজম-শাহীন শাহ আফ্রিদিদের আইপিএলে দেখতে অনেক দর্শক সমর্থকরা অপেক্ষায় প্রহর গুনছেন।

যদিও অচিরেই এটা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে আইপিএলে খেলার আগ্রহের কথা প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের পেসার হাসান আলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসান জানিয়েছেন, তারও ইচ্ছে আছে আইপিএলে খেলার। যদি ভবিষ্যতে সুযোগ আসে তবে অবশ্যই তিনি খেলতে চান এই বিলিয়ন ডলার লিগে।
২০১৭ সালের হাসান আলী ফিরে এসেছে: সালমান
২৯ মে ২৫
তিনি বলেন, 'প্রত্যেক ক্রিকেটারই আইপিএলে খেলতে চায় এবং আমারও ইচ্ছে আছে সেখানে খেলার। এটি বিশ্বের সবচেয়ে বড় লিগ এবং আমি অবশ্যই সেখানে খেলবো যদি সুযোগ আসে ভবিষ্যতে।'
২০০৮ সালে আইপিএলে খেলা ক্রিকেটারদের মধ্যে রয়েছে শোয়েব মালিক, শোয়েব আখতার, কামরান আকমল, সোহেল তানভীর, শহীদ আফ্রিদিরা। তবে তাদের পরবর্তী প্রজন্মের কোনো ক্রিকেটারই জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাননি।
যদিও পাকিস্তান আইপিএলের চেয়ে খুব একটা পিছিয়ে নেই। ২০১৫ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তত্ত্বাবধানে শুরু হয় আইপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই টুর্নামেন্টটিও বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে পরিণত হয়েছে।