promotional_ad

আইপিএল থেকে সরে দাঁড়ালেন স্টোকস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাজস্থানকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব

৪ ঘন্টা আগে
বল হাতে পাঞ্জাব কিংসের জয়ের নায়ক হারপ্রীত ব্রার, বিসিসিআই

চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরের বেশিরভাগ ম্যাচে খেলতে পারেননি বেন স্টোকস। পুরোদস্তর অলরাউন্ডার হিসেবেই তাকে খেলাতে চেয়েছিল চেন্নাই সুপার কিংস। তবে হাঁটুর চোটের কারণে শুধু ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন তিনি। আগামী আসরে পুরো টুর্নামেন্টেই তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল চেন্নাই সুপার কিংস।


যদিও এমনটা হচ্ছে না। এই অলরাউন্ডার আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। হাঁটুর চোট নিয়েই সর্বশেষ বিশ্বকাপে খেলেছেন স্টোকস। তবে কয়েকদিনের মধ্যেই হাঁটুর অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তিনি। আগামী জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার।


promotional_ad

এই সিরিজের আগে ওয়ার্কলোড ম্যানেজ করতেই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্টোকসের না খেলার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। তারা জানিয়েছে স্টোকস তার ওয়ার্কলোড ও ফিটনেসের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন।


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি দলটি বলেছে, ‘ইংল্যান্ড টেস্ট অধিনায়ক, অলরাউন্ডার বেন স্টোকস তার ওয়ার্কলোড ও ফিটনেসের দিকে নজর দিতে ২০২৪ সালের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ৩২ বছর বয়সী স্টোকস ২০২৩ সালের সফল আইপিএলের আগে সুপার কিংসের অংশ হন।’


বিবৃতিতে তারা আরও বলেছে, ‘তিনি সম্প্রতি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নেন, যেটির জন্য অবসর থেকে ফিরে আসেন। আইপিএলের আগে ইংল্যান্ড ৫ টেস্টের সিরিজ খেলবে, এরপর ২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এর আগে বেনের ওয়ার্কলোডের ব্যবস্থাপনার দিকে নজর দেওয়ার সিদ্ধান্তকে চেন্নাই সুপার কিংস সমর্থন করে।’


আইপিএলের গত আসরের নিলাম থেকে স্টোকসকে সর্বোচ্চ সোয়া ১৭ কোটিতে রুপিতে দলে ভিড়িয়েছিল চেন্নাই। তবে স্টোকসকে তারা পুরো আসরে পায়নি। এই ইংলিশ অলরাউন্ডার খেলেছিলেন মাত্র দুটি ম্যাচে। হাঁটুর চোটের কারণে বেশিরভাগ ম্যাচেই তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল।


গ্রুপ পর্ব থেকেই এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। স্টোকস প্রথম তিন ম্যাচে খেলতে পারেননি। বাকি ছয় ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৩০৪ রান। এর মধ্যে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি এসেছে স্টোকসের ব্যাট থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball