promotional_ad

বাংলাদেশের বাঁহাতিদের পরীক্ষা নিতে প্রস্তুত ফিলিপস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হৃদয়কে চাপে ফেলতে চাননি মিরাজ

৯ ঘন্টা আগে
জুটির পথে মিরাজ ও হৃদয়, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন বাংলাদেশে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ হওয়ার পূর্ণশক্তির দল নিয়েই ঢাকায় পা রেখেছে টিম সাউদির দল। বাংলাদেশের কন্ডিশন বিবেচনা করে এক ঝাঁক স্পিনার নিয়ে নিজেদের স্কোয়াড সাজিয়েছে কিউইরা।


রাচীন রবীন্দ্র, এইজাজ প্যাটেল, ইস সোধিরা নিউজিল্যান্ডের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকলেও দলে একমাত্র অফ স্পিনার হিসেবে রয়েছেন গ্লেন ফিলিপস। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও তিনি দলের প্রয়োজনে নিয়মিত বোলিং করেছেন। এনে দিয়েছেন ব্রেক থ্রুও।


promotional_ad

বাংলাদেশ দলে আছেন বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার। ফলে বাংলাদেশের বিপক্ষেও একই ভূমিকায় দেখা যেতে পারে তাকে। ফিলিপস অবশ্য জানিয়েছেন তিনি সেই ভূমিকার জন্য প্রস্তুত আছেন। প্রথম টেস্টের ভেন্যু সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন এই কিউই অলরাউন্ডার।


আরো পড়ুন

কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই উইলিয়ামসন

২১ ঘন্টা আগে
ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় কিউইদের জিম্বাবুয়ে সফরে নেই কেন উইলিয়ামসন, ফাইল ফটো

এ প্রসঙ্গে তিনি বলেন, 'অবশ্যই, আমি একমাত্র অফ স্পিনার এখানে। তাই এখানে অন্য ছেলেরা যেভাবে বল ঘোরাবে আমি এর চেয়ে ভিন্ন কিছু করতে পারব। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটার আছে আমি যদি এখানে আসি তাহলে অবশ্যই চাপ তৈরি করতে পারব এবং ব্যাটের বাইরে বল রাখতে পারব যখন অন্যরা পারবে না। আমাকে যে ভূমিকাই পালন করতে দেয়া হোক না কেন আমি সেটাই পালন করতে প্রস্তুত এবং নিজের সেরাটা দেব।'


এ নিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছেন ফিলিপস। এর আগে ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এসেছিলেন তিনি। ৭ বছর পর বাংলাদেশের উইকেট দেখে কিছুটা অবাকই হয়েছেন এই কিউই ব্যাটার। বিশেষ করে সিলেটে সবুজ উইকেট মুগ্ধ করেছে তাকে। ম্যাচের আগে অবশ্য ঘাস কাটা হবে। তাই সবকিছুর জন্যই প্রস্তুত আছেন তিনি।


ফিলিপস বলেন, ‘বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয়বার এলাম, ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এসেছিলাম। এখানে শেষবার যখন এসেছিলাম অনেকটা একরকমই ছিল। আমরা যেমন ভেবে এসেছিলাম, উইকেট তার চেয়ে বেশি সবুজ (ঘাস আছে)। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে আরও চারদিন বাকি আছে। অনেক কিছুই বদলে যেতে পারে। আমরা সবকিছু মিলিয়ে প্রস্তুত প্রথম ম্যাচের জন্য।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball