সংস্কৃতি বদলের কৃতিত্ব শুধুমাত্র রোহিতকে দিচ্ছেন নাসের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সাকিবদের দেশপ্রেম ও নাসেরের চোখে বাস্তবতা
৩০ মার্চ ২৩
একের পর এক দাপুটে জয়ে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ভারত। এটিই একমাত্র দল, যে দলের শীর্ষ পাঁচ ব্যাটার অন্ততপক্ষে ৩৫০ রান অতিক্রম করেছে। একইসঙ্গে সেরা দশ বোলারের মধ্যে তিনজনই এই দলের। যদিও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এবং জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেইনের হৃদয় ছুঁয়েছেন কেবলই একজন। তিনি ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও পারফর্ম করেছেন ভারতের শীর্ষ পাঁচ ব্যাটার। রোহিত করেন ২৯ বলে ৪৭ রান। সেচ্ছা অবসরে গিয়ে ফিরে আসা শুভমান গিল করেন ৬৬ বলে ৮০ রান। ৫০তম সেঞ্চুরি হাঁকানোর ম্যাচে ১১৩ বলে ১১৭ রান করেন বিরাট কোহলি।

৭০ বলে ১০৫ রানের দারুণ এক ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার। তার ইনিংসেই মূলত চার উইকেটে ৩৯৭ রান তোলে ভারত। এ ছাড়া ২০ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ভারতকে জেতাতে বল হাতে ৫৭ রান খরচায় ৭ উইকেট নেন মোহাম্মদ শামি।
বিদেশি ক্রিকেটারদের সংকটে আইপিএলের জৌলুশ কমবে না: ধুমাল
১৭ মে ২৫
এতোজন পারফর্মার থাকার পরও আলাদাভাবে নাসেরের নজর কেড়েছেন রোহিত। মুম্বাইতে সেমিফাইনালের মতো হাই-ভোল্টেজ ম্যাচে আগ্রাসী সূচনা এনে দেয়ার জন্যেই মূলত রোহিতকে মনে ধরেছে নাসেরের। নাসেরের মতে, রোহিতই পুরো দলের সংস্কৃতি বদলে দিয়েছেন।
তিনি বলেন, ‘আগামীকালের শিরোনাম হবে বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার কিংবা মোহাম্মদ শামিকে নিয়ে। তবে ভারতীয় দলের আসল নায়ক, যে কিনা ভারতীয় দলের সংস্কৃতি বদলে দিয়েছে, সে রোহিত শর্মা।’
‘এই প্রথমবার ভারতের একটা পরীক্ষা হয়েছে। ভারত কি নকআউট ম্যাচেও ভয়ডরহীন ক্রিকেটটা খেলতে পারবে? অধিনায়কই ক্রিজে গিয়ে সবাইকে দেখিয়ে দিল। ড্রেসিংরুমে বার্তা দিল, আমরা একই কৌশলে খেলব।’