কোহলির সেঞ্চুরি ইমরুল উপভোগ করলেও ‘গা জ্বলেছে’ সালাহউদ্দিনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ দিন পরপর দাড়িতে রঙ করতে হয়, এটাই অবসরের সময়: কোহলি
৯ জুলাই ২৫
বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলির সেঞ্চুরি উপভোগ করেছেন ইমরুল কায়েস। যদিও ভারতের এই তারকার সেঞ্চুরি দেখে মেজাজ খারাপ হয়েছে মোহাম্মদ সালাহউদ্দিনের। ক্রিকফ্রেঞ্জির লাইভে দুজন জানিয়েছেন নিজেদের অভিব্যক্তি।
ম্যাচে ৯৭ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় অপরাজিত ১০৩ রান করেন কোহলি। আর তাতে ৪১.৩ ওভারেই ২৫৭ রানের লক্ষ্য টপকে যায় ভারত। বিশ্বকাপে এটি তাদের চতুর্থ জয়। অপরদিকে বাংলাদেশ হেরেছে টানা তৃতীয় ম্যাচ।
বাংলাদেশের হার যখন একরকম নিশ্চিত, তখন ইমরুল চেয়েছিলেন কোহলির সেঞ্চুরি হোক। কেননা এই বিশ্বকাপে এর আগে হাফ সেঞ্চুরি পেলেও সেঞ্চুরি করতে পারেননি ভারতের এই ব্যাটিং সুপারস্টার। আর তাই ইমরুলের মতে, এই সেঞ্চুরি প্রাপ্য ছিল কোহলির।

তিনি বলেন, 'আমি উপভোগ করেছি অনেক। কারণ আমি চাচ্ছিলাম বিরাট কোহলির সেঞ্চুরি হোক। ওর মতো ক্রিকেটার অনেকদিন বিশ্বকাপে সেঞ্চুরি করেনি, এটা আসলে দেখতেও ভালো লাগে না। ও নিজেও বলেছে, 'অনেকগুলো হাফ সেঞ্চুরি করেছি, কিন্তু সেঞ্চুরি করতে পারিনি।''
রাহুলের সেঞ্চুরির দিনে ইংল্যান্ডের সমান ৩৮৭ রানে থামল ভারত
৩ ঘন্টা আগে
'বড় অবদান আজকে করতে পারছে। আমার কাছে মনে হয় যে বিরাট কোহলির কাছে এমন ইনিংস সবাই প্রত্যাশা করে। আমিও চাচ্ছিলাম সে সেঞ্চুরি করুক। সেঞ্চুরিটি ওর প্রাপ্য।'
এদিকে ইমরুল প্রশংসা করলেও বাংলাদেশের খেলায় সন্তুষ্ট হতে পারেননি সালাহউদ্দিন। বাংলাদেশের এই জনপ্রিয় কোচের মতে, ক্রিকেটারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে কোহলি। বিশেষ করে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা মেনে নিতে পারেননি সালাহউদ্দিন।
এ দিন উদ্বোধনী জুটিতেই বাংলাদেশ তোলে ৯৩ রান। তানজিদ তামিমের ৪৩ বলে ৫১ রানের ইনিংসের সুবাদে এমন শুরু পায় লাল-সবুজের দেশ। দলীয় ১৩৭ রানে চতুর্থ উইকেট হিসেবে ফিরে যান লিটন দাস।
৮২ বলে ৬৬ রান করেন লিটন। শেষদিকে মাহমুদউল্লাহর ৩৬ বলে ৪৬ রানের ইনিংসে স্কোরবোর্ডে ২৫৬ রান তোলে বাংলাদেশ। এতে একটুও সন্তুষ্ট হতে পারেননি সালাহউদ্দিন।
ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপে তিনি বলেন, 'ইমরুল বলছিল, ওর ভালো লাগছে সেঞ্চুরিটি। আমার আসলে গা জ্বলছে, কেননা ও আমাদের নিয়ে ছিনিমিনি খেলেছে (মজা করে)। আসলে আজকে যে ধরনের উইকেট ছিল। সেখানে অনেক রান করার দরকার ছিল। দুটা ব্যাটার ভালো শুরুও পেয়েছে। শুধু আজকের ম্যাচ না, তিনটি ম্যাচেই আমরা একই কাজ করেছি।'