ইংল্যান্ডের বিপক্ষে নাসুম ভালো অপশন ছিল: ইমরুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদ-রিশাদের ভিসা জটিলতার সমাপ্তি, দেশে ফিরছেন নাসুম
১৮ মে ২৫
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে একাদশে কেবল একটি পরিবর্তনই এনেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে ডান হাতি অফ স্পিনার শেখ মেহেদীকে দলে নেয় তারা। বল হাতে খরুচে বোলিং করলেও চারটি উইকেট নেন মেহেদী। তার ভূয়সী প্রশংসা করেছেন ইমরুল কায়েস। তবে এই ম্যাচে নাসুম আহমেদকেও খেলাতে পারত বাংলাদেশ, এমনটা মনে করেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামেন মেহেদী। ম্যাচে আট ওভারে ৭১ রান খরচায় চার উইকেট নেন এই স্পিন বোলিং অলরাউন্ডার। আর ব্যাট হাতে করেন ৩২ বলে ১৪ রান।
ইংল্যান্ড দলের বেশীরভাগ ব্যাটারই ডানহাতি। আর তাই জনি বেয়ারস্টো, জো রুটদের বিপক্ষে সেভাবে সুবিধা করতে পারেননি তিনি। ১০৭ বলে ১৪০ রান করা বাঁহাতি ওপেনার ডেভিড মালানকে অবশ্য বোল্ড করে ফিরিয়েছেন তিনি।

প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন হ্যারি ব্রুক, স্যাম কারান এবং আদিল রশিদকেও। মেহেদীর পারফরম্যান্সে খুশি ইমরুল। তবে স্কোয়াডে থাকা আরেক স্পিনার নাসুম ইংলিশদের বিপক্ষে কার্যকরী হতো বলেই বিশ্বাস তার।
২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত ৩৮ ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’
১০ ঘন্টা আগে
একটি পডকাস্টে ক্রিকফ্রেঞ্জিকে ইমরুল বলেন, 'নাসুম খারাপ অপশন ছিল না, আমি মনে করি। কারণ নাসুম শেষ এক-দেড় বছরে যেভাবে বাংলাদশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছে, যখনই তাকে যেখানেই বোলিং করান না কেন সে কিন্তু খুব ভালো বোলিং করেছে। ওর কাছ থেকে দল ব্যাটিংয়েও সহযোগিতা পেয়ে থাকে। ভারতের সাথে আমরা যে ম্যাচটা জিতলাম (এশিয়া কাপ), আপনি দেখবেন ওর ব্যাটিংটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।'
'নাসুম ভালো অপশন বলেই আমি মনে করি। আর সে বাঁহাতি স্পিনার , অবশ্যই ইংল্যান্ডের ব্যাটারদের জন্য অফস্পিনারের চেয়ে বাঁহাতি স্পিনার বেশি কার্যকরী হতো। অবশ্যই নাসুম ভালো অপশন ছিল।'
এদিকে মেহেদীকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ। ইমরুলের মতে মাহমুদউল্লাহ থাকলে ৩৬৫ রানের লক্ষ্য তাড়ায় আরও সুবিধা হতে পারত বাংলাদেশের।
তিনি আরও বলেন, 'টিম ম্যানেজমেন্ট আসলে অনেকভাবেই দল বাছাই করে। উইকেট দেখে, প্রতিপক্ষের বোলিং দেখে...আপনি যদি দেখেন মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় যাকে নিয়েছে, সে কিন্তু চারটি উইকেট নিয়েছে। হয়ত সে ব্যাটিংয়ে ক্লিক করতে পারেনি, তবে বোলারদের মধ্যে সবার থেকে সে বেশি উইকেট পেয়েছে। ওইদিক থেকে টিম ম্যানেজমেন্ট কিন্তু সফল, ওর পারফরম্যান্সে।'
'হয়তবা ও হয়ত একটু খরুচে বোলিং করেছে। তবে সে কিন্তু উইকেট নিয়েছে। আমি নিশ্চিত রিয়াদ ভাইয়ের মতো ব্যাটার থাকলে খেলাটা আরও লম্বা হতে পারত, তবে আমার কাছে মনে হয় কম্বিনেশনের জন্য রিয়াদ ভাইকে নেয়া হয়নি।'