যদি স্বপ্নই না থাকে, তাহলে কীভাবে অর্জন করবেন : তামিম

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি

১২ ঘন্টা আগে
বিসিবি

কয়েক বছর ধরে ওয়ানডে ক্রিকেটে নিজেদের সেরা সময় পার করছে বাংলাদেশ। সমর্থকদের প্রত্যাশা এবারের বিশ্বকাপে চমক দেখাবে টাইগাররা। সেমিফাইনাল তো খেলবেই সঙ্গে অনেকের বিশ্বকাপ এবার বিশ্বকাপও জিততে পারেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। সমর্থকরা যখন এমন স্বপ্নে বিভোর তখন সবাইকে চমকে দিয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে।


কদিন আগে এক সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, যারা বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন তারা ঘুম থেকে উঠুন। হাথুরুসিংহের এমন মন্তব্যে অবাক হয়েছেন তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক মনে করেন, সবার স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন না দেখলে অর্জন করবেন কীভাবে?


promotional_ad

দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে তামিম এ প্রসঙ্গে বলেন, ‘আমিও কিছুটা অবাক হয়েছি কিছু কিছু মন্তব্য শুনে। কিন্তু আমি অবশ্যই মনে করি যে আমাদের স্বপ্ন দেখা উচিত। যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কীভাবে এটা অর্জন করবেন?’


আরো পড়ুন

১০ বছরে লিটন সামর্থ্যের ৫০ শতাংশও দিতে পারেনি, দাবি পাইলটের

১২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

স্বপ্ন দেখার কথা বলতে গিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উদাহরণ টেনেছেন। যুব বিশ্বকাপে কখনও ফাইনাল খেলার অভিজ্ঞতা না থাকলেও ২০২০ সালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরেছিল আকবর আলীর দল। সপ্তম বিশ্বকাপ খেলতে কদিন পর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। তামিম মনে করেন, এখন স্বপ্ন না দেখলে কখন দেখবে।


তামিম বলেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমরা কখনো কোয়ার্টার ফাইনালের ওপরে কোনোদিন যাইনি। তারা স্বপ্ন দেখেছে বলেই চ্যাম্পিয়ন হয়েছে। আমার কাছে মনে হয় যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে কোনো পারপাসও নেই। এটা আমাদের সপ্তম বিশ্বকাপ, এখন না হলে কখন স্বপ্ন দেখব?’


ওয়ানডে সুপার লিগে দাপট দেখালেও সবশেষ কয়েক সিরিজে আশানুরূপ পারফর্ম করতে পারছে না বাংলাদেশ। সবশেষ এশিয়া কাপে বলার মতো পারফরম্যান্স কেবল ভারতকে হারানো। বিশ্বকাপে বাংলাদেশ কেমন করতে তা এখনও নিশ্চিত নয়। তামিম বিশ্বাস করেন, এক-দুই ম্যাচ জিতুক কিংবা সেমিফাইনাল খেলুক, যাই হোক না কেন তবুও স্বপ্ন থাকতে হবে।


বাঁহাতি এই ওপেনার বলেন, ‘একটা ব্যাপার পরিষ্কার করি আপনাদের কাছে, স্বপ্ন; গ্যারান্টি না কোনো কিছুর, কিন্তু আপনার ওই স্বপ্নটা থাকতে হবে। আমরা হয়তো বিশ্বকাপে দুটো বা একটা ম্যাচও জিততে পারি বা সেমিফাইনালে খেলতে পারি। এটা যাই হোক, স্বপ্নটা তো থাকতে হবে। যদি স্বপ্ন না থাকে তাহলে আমি জানি না এটা সঠিক কি না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball