স্টোকস-ব্রুকদের বাৎসরিক চুক্তির প্রস্তাব দিচ্ছে ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সিরাজের দুর্ভাগ্যজনক আউট, ভারতকে হতাশ করে লর্ডসে জিতল ইংল্যান্ড

১১ ঘন্টা আগে
সিরাজের দুর্ভাগ্যজনক আউটে কপাল পুড়ল ভারতের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কিংবা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই যেন টাকার ঝনঝনানি। আইপিএলের দলগুলো ভারতের বাইরেও (এলপিএল, সিপিএল...) দল কিনছে। ফলে তারাও এখন ক্রিকেটারদের চুক্তির আওতায় আনছে। মাসখানেক আগে জফরা আর্চারকে মুম্বাই ইন্ডিয়ান্স এক বছরের চুক্তির প্রস্তাব দেয়। এমন মারপ্যাঁচেই নিজেদের প্রতিভাবান ক্রিকেটারদের তিন বছরের চুক্তির প্রস্তাব দিচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।


নতুন এই কেন্দ্রীয় চুক্তির আওতায় আনা হচ্ছে মোট ২৬ জন ক্রিকেটারকে। যার মধ্যে ২০ জন ক্রিকেটার কয়েকবছরের চুক্তি পেতে যাচ্ছে। যেখানে বেন স্টোকস, হ্যারি ব্রুক এবং মার্ক উডসহ দলের অভিজ্ঞ ও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার পাচ্ছেন তিন বছরের চুক্তি। ফ্র্যাঞ্চাইজি লিগে চাহিদা কম থাকা জনি বেয়ারস্টো, বেন ডাকেটরা পাচ্ছেন ২ বছর। ক্যারিয়ারের শেষ দিকে থাকা জেমস অ্যান্ডারসন পাচ্ছেন এক বছরের চুক্তি।


promotional_ad

অক্টোবর থেকে শুরু হওয়া এই চুক্তি গ্রহণে কোনো রকম বাধ্যবাধকতা থাকছেনা ক্রিকেটারদের। তবে এই চুক্তিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বাঁহাতি ইংলিশ ব্যাটার ডাকেট। তিনি বলেন, 'এটা অবশ্যই খারাপ কিছু নয়। এমন চুক্তি আপনাকে নিরাপত্তা দেয়। বরং আমি মনেকরি এটা দুর্দান্ত ব্যাপার যে তারা (ইসিবি) এমন একটি প্রস্তাব আমাদের দিয়েছে।'


প্রস্তাবিত এই চুক্তিতে পেসারদের সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে ইসিবি। যেখানে চলতি বছরে দলের হয়ে অভিষেক হওয়া পেসার জস টাং, গাস অ্যাটকিনসনদের কয়েকবছরের চুক্তিতে রাখার কথা রয়েছে। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে প্রস্তাব পাওয়া আর্চারকে তিন বছরের চুক্তি দেয়ার কথা রয়েছে। যিনি সাউথ আফ্রিকা টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্স কেপটাউনের হয়েও খেলেছেন গত বছর।


জাতীয় দল এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে টানা খেলায় ক্রিকেটারদের পড়তে হয় চোটে। ফলে বিশ্বকাপের সময় আর্চারের মত ক্রিকেটারদের সম্পূর্ণ ফিট ভাবে দলে পাচ্ছে না ইংল্যান্ড। ফলেই ক্রিকেট বোর্ডটির এমন সিদ্ধান্ত। ইংলিশ ব্যাটার ডাকেট মনে করেন দেশের হয়ে খেলাটাই প্রধান গুরুত্ব হওয়া উচিৎ। ফলে তার মতে এমন একটা প্রস্তাব ক্রিকেটারদের জন্য বাড়তি পাওয়া।


নতুন চুক্তির গুরুত্ব নিয়ে ডাকেট বলেন, 'ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য এমন সিদ্ধান্ত বেশ দারুণ। আমার জন্য প্রধান ব্যাপার হলো (অন্য চিন্তা থেকে) বাইরে চলে এসে নিজের দেশকে প্রতিনিধিত্ব করা। আমার মতে এটা কোনো চুক্তি নয়, এটি মূলত একটি বোনাস আমাদের জন্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball