বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নরকিয়া-মাগালা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নরকিয়ার বদলি বশ
৯ ফেব্রুয়ারি ২৫
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের মোট চারটি ম্যাচে খেলা হয়নি অ্যানরিখ নরকিয়ার। এবার জানা গেল বিশ্বকাপেও খেলা হচ্ছে না সাউথ আফ্রিকার এই পেসারের। কোমরের নিচের অংশে পাওয়া চোটে আসন্ন ভারত বিশ্বকাপে খেলছেন না তিনি। শুধু নরকিয়া নন, বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সিসান্দা মাগালাও।
এক বিবৃতিতে এমনটা জানিয়েছে আইসিসি। নির্ধারিত সময়ের মাঝে ইনজুরি একেবারেই সারেনি নরকিয়ার। আর তাই বিশ্বকাপে না খেলার কথা নরকিয়াই সাউথ আফ্রিকার ম্যানেজমেন্টকে জানিয়েছেন।

২০১৯ বিশ্বকাপেও বুড়ো আঙুলের ইনজুরির কারণে খেলতে পারেননি নরকিয়া। সেবার তার বদলি ছিলেন ক্রিস মরিস। আর এবার তার বদলি হিসেবে রাখা হয়েছে অ্যান্ডিলে ফেহলুকায়োকে। একইসঙ্গে নিগেল ইনজুরিতে পড়া মাগালার বদলে রাখা হয়েছে লিজার্ড উইলিয়ামসকে।
ব্রেভিস-হারমানদের কাঁধে চড়ে জয়ে শুরু সাউথ আফ্রিকার
১৪ ঘন্টা আগে
কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যথা পেয়ে মাঠ ছাড়ার আগে পাঁচ ওভার বোলিং করেন নরকিয়া। এই পাঁচ ওভারে নরকিয়া রান দেন ৫৮। পরে অবশ্য দলের প্রয়োজনে ব্যাটিংয়ে নামতে দেখা যায় তাকে। যেখানে ১৩ বলে ১০ রান করেন তিনি।
ওই ম্যাচ শেষেই স্ক্যান করান ২৯ বছর বয়সী নরকিয়া। রিপোর্ট ভালো আসেনি তার। যার কারণে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) তাকে বিশ্রামে রাখার ঘোষণা দেয়। পরের দুটি ম্যাচ আর খেলতেই পারেননি তিনি।
সিরিজের প্রথম ম্যাচেও অবশ্য খেলা হয়নি নরকিয়ার। তার বদলে প্রথম ম্যাচে খেলেন জেরাল্ড কোয়েতজে। একই সিরিজে হাঁটুতে ইনজুরি আক্রান্ত হন মাগালাও। নির্ধারিত সময়ে সেরে না ওঠায় বাদ পড়ছেন তিনিও।