বদলে গেল এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পরিবর্তন এসেছে আসন্ন এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়সূচিতে। আগের ঘোষিত সময় থেকে এক ঘণ্টা আগেই শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ম্যাচগুলো। শুধু গ্রুপ পর্ব নয়, সুপার ফোর ও ফাইনালই হবে ঘোষিত নতুন সময়ে।


আগের সময়সূতিতে এশিয়া কাপের ম্যাচগুলো দুপুর দেড়টায়, দুইটায় এবং বিকেল সাড়ে চারটায়। কিন্তু এখন সবগুলো ম্যাচ হবে একটি নির্ধারিত সময়ে। ফলে পুরো এশিয়া কাপের সব ম্যাচ হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।


promotional_ad

মূলত সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের চাওয়াতেই বদলেছে ম্যাচ শুরুর সময়। আজ (সোমবার) এক টুইটবার্তায় তারা জানিয়েছে, এশিয়া কাপের সব ক’টি ম্যাচই ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে। 


৩০ আগস্ট থেকে শুরু হওয়া এবারের আসরের মোট ৪ টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। আর বাকি ৯ টি ম্যাচের আয়োজক হিসেবে থাকবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ফাইনাল সেপ্টেম্বরের ১৭ তারিখ।


ভারত পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। এশিয়া কাপে অংশ নিচ্ছে ৬টি দল। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারতের দু’টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে।


অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব থেকে চারটি দল উঠবে সুপার ফোরে। সেই পর্বের প্রথম ম্যাচ লাহোরে। পরের সব ক’টি ম্যাচ হবে কলম্বোতে।


এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ খেলা হবে। গতবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হলেও সামনে একদিনের বিশ্বকাপ থাকায় এবারের প্রতিযোগিতায় সব ম্যাচ ৫০ ওভারের হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball