promotional_ad

রবিনসনকে পাল্টা উত্তর দিলেন পন্টিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ডেথ বোলিংয়ে উন্নতি করে তাসকিন-নাহিদদের বিশ্বমানের বানাতে চান টেইট

২৪ মে ২৫
ক্রিকফ্রেঞ্জিকে লম্বা সময় ধরে সাক্ষাৎকার দিয়েছেন শন টেইট

এবারের অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডের সঙ্গে একাই পার্থক্য গড়ে দিয়েছেন উসমান খাওয়াজা। প্রথম ইনিংসে ৩২১ বলে ১৪১ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন খাওয়াজা। এরপর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৯৭ বলে ৬৫ রানের দায়িত্বশীল ইনিংস।


তৃতীয় দিনের সকালে খাওয়াজাকে আউট করে অলি রবিনসনকে অশালীন ব্যবহার করতে দেখা যায়। এই ঘটনা শেষদিন পর্যন্তও গড়িয়েছে। শেষদিনের খেলার এক পর্যায়ে রবিনসনকে বলতে শোনা যায়, 'ফ্রিবি, তাই না? হাফ ভলি, ফিল্ড আপ?, উত্তরে খাওয়াজা বলেন, 'কঠিন, বন্ধু। এইজন্যই তুমি ব্যাটসম্যান নও।'


promotional_ad

রবিনসনও থেমে থাকেননি। তিনি আবার বলেন, 'তোমাকে কিছু বলতে দেখে ভালো লাগলো।' এরপর আরও অশালীন কিছু বলতে শোনা যায় রবিনসনকে। তবে খাওয়াজা স্থির ছিলেন। তিনি পাল্টা উত্তরে বলেন, 'বন্ধু, তুমি যা বলছ সাবধানে যাও।'


আরো পড়ুন

আইয়ারের বাদ পড়া নিয়ে শেবাগের প্রশ্ন

১৫ ঘন্টা আগে
ভারতের টেস্ট জার্সিতে শ্রেয়াস আইয়ার

ম্যাচ শেষে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল রবিনসনকে। তিনি রিকি পন্টিংকে টেনে বলেছেন, 'আমরা সবাই রিকি পন্টিংকে দেখেছি এবং অন্যরাও একই আচরণ করেছে আমাদের সঙ্গে। কিন্তু এবার তাদের বিরুদ্ধে এমনটা হওয়ায় তারা ভালোভাবে গ্রহণ করেনি। এটি পেশাদার খেলা। আপনি যদি এটি মানতে না পারেন তবে আপনি কী মানবেন?'


অহেতুক রবিনসন তার নাম টানায় বিরক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। ১৫ বছর আগের কথা ভাবতে চাইলে এই ইংলিশ পেসারকে থামাবেন না বলেও জানিয়েছেন পন্টিং। এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে পন্টিং বলেন, 'তাকে কিছু কথা বলার ছিল, আমি বলতে চাচ্ছি যে সে এতে আমার নামও টেনেছে, যা আমার কাছে কিছুটা অস্বাভাবিক মনে হয়েছিল কিন্তু আমার কাছে এটির কোনো গুরুত্ব নেই। সে যদি আমার কথা ভেবে বসে থাকতে চায় তাহলে আমি অবাক হবো না। ১৫ বছর আগে আমি কি করেছিলেন তা নিয়ে যদি চিন্তিত থাকে...'


রবিনসনকে পরামর্শ দিয়ে পন্টিং আরও বলেন, 'আশা করি সে খুব দ্রুত শিখবে। অ্যাশেজে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাথে কথার লড়াইয়ে যেতে চাইলে আপনার দক্ষতার সাথে এটিকে মোকাবেলা করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball