promotional_ad

মনে হচ্ছিলো ব্রড প্রতি বলেই উইকেট পাবে: ব্রুক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিন সেঞ্চুরিতে ইংল্যান্ডের রানের পাহাড়, রুটের ১৩ হাজার

২৩ মে ২৫
মাঠ ছাড়ার আগে হ্যারি ব্রুক ও অলি পোপ, ইসিবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্টুয়ার্ট ব্রড যেন সবসময়ই এক আতঙ্কের নাম। এজবাস্টন টেস্টের চতুর্থ দিন শেষে দুর্দান্ত এক স্পেল করেন এই ইংলিশ পেসার। যাতে রীতিমত ভড়কে গিয়েছিলেন স্টিভ স্মিথ, উসমান খাওয়াজারা। ম্যাচ চলাকালে হ্যারি ব্রুকের মনে হচ্ছিল, প্রতিটি বলেই যেন উইকেট তুলে নেবেন ব্রড!


এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে ম্যাচটির চালকের আসনে ছিলো অজিরা। দিনের শেষ সেশনে ডেভিড ওয়ার্নার এবং খাওয়াজা ৬১ রানের জুটি গড়লে সহজ জয়ের পথেই ছিল প্যাট কামিন্সের দল। এরপর রবিনসন ৩৬ রান করা ওয়ার্নারকে ফেরালে ম্যাচের হাল ধরেন স্টিভ স্মিথ। অভিজ্ঞ পেসার ব্রড অজিদের জন্য বাঁধা হয়ে দাঁড়ান।


promotional_ad

মাথায় সাদা কাপড় বেধে চতুর্থ দিনের শেষ সেশনে দারুণ চমক দেখিয়েছেন অভিজ্ঞ এই পেসার। উভয় দিকেই সুইং করান তিনি। দিনের শেষে মারনাস ল্যাবুশেন এবং স্মিথের দাপট ঠেকিয়ে দেন তিনি।


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

ব্রডের এমন আগুন ঝড়া বোলিংই হতে পারে ইংল্যান্ডের ম্যাচ জয়ী স্পেল! অভিজ্ঞ এই পেসারের প্রশংসা করে ব্রুক বলেন, "মনে হচ্ছিলো ব্রড প্রতি বলেই একটি করে উইকেট পাবে'।


'এটা দারুণ ছিল, মনে হচ্ছিলো সে প্রতি বলেই একটি করে উইকেট পাবে। বিশেষ করে যখন আমরা শেষের দিকে সুইং করতে পারছিলাম, তখন সে দুর্দান্ত ছিল। আশা করছি আগামীকালও সে এটা চালিয়ে যেতে পারবে।'


সিরিজের প্রথম টেস্ট অজিদের জয়ের জন্য প্রয়োজন ১৭৪ রান, হাতে আছে সাত উইকেট। ৩৪ রানে উইকেটে আছেন খাওয়াজা এবং ১৩ রানে নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball