আয়ারল্যান্ড টেস্টে ইংল্যান্ডের একাদশে টাং, নেই ওকস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শচিনের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন রুট, বিশ্বাস পোপের

২৭ মিনিট আগে
জো রুট (বামে) ও শচিন টেন্ডুলকার (ডানে), ফাইল ফটো

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই একাদশে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার জস টাং। ক্যারিয়ারে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ টাংয়ের।


দুই পেসার জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসনের চোটের কারণে ইংল্যান্ডের স্কোয়াডে আগেই যুক্ত করা হয়েছিল ডানহাতি পেসার টাংকে। এবার একাদশেও যুক্ত করা হয়েছে তাকে। টাংকে একাদশে সুযোগ করে দিতে ছিটকে গেছেন আরেক অভিজ্ঞ পেসার ক্রিস ওকস।


promotional_ad

আগামীকাল (১ জুন) শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের একমাত্র টেস্ট। বেশ কিছুদিন ধরেই ইংল্যান্ডের টেস্ট দলের রাডারে ছিলেন টাং। ইংল্যান্ড লায়ন্সের হয়ে গত ফেব্রুয়ারিতে তিনি শ্রীলঙ্কা সফরও করেছেন। সেই সফরের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৪ রানে ৫ উইকেট নেন টাং।


এরপর দ্বিতীয় ইনিংসে ৭৭ রান দিয়ে আরও তিন উইকেট নেন তিনি শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে। চলতি মৌসুমে ১১ উইকেট নিয়েছেন তিনি। সাসেক্সের হয়ে একটি ম্যাচে স্টিভ স্মিথকেও আউট করেছিলেন তিনি। এই অজি ব্যাটারকে এলবিডব্লিউ করেছিলেন ব্যক্তিগত ৩০ রানে।


তার বোলিংয়ের বিশেষত্ব হলো গতি আছে প্রচুর, এমনকি প্রয়োজনে বাউন্সও দিতে পারেন তিনি। অ্যান্ডারসন, রবিনসন ও মার্ক উডদের সঙ্গে তার বোলিংও আয়ারল্যান্ডের জন্য হুমকি হতে পারে আসন্ন টেস্টে।


আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, জস টাং এবং জ্যাক লিচ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball