বিশ্বকাপে পান্তের ওপর নজর রাখতে বললেন পন্টিং

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফিঞ্চের কাছে রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন পন্টিং
২১ জুন ২৫
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্??ি বিশ্বকাপে ঋষভ পান্তের দিকে আলাদাভাবে নজর রাখতে চান রিকি পন্টিং। ভারতের ম্যানেজমেন্ট তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই উইকেটরক্ষক, এমনটা মনে করছেন পন্টিং। ভারতের ম্যানেজমেন্ট পান্তকে 'ফ্লোটার' হিসেবে খেলাবে বলেও বিশ্বাস তার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে আছেন পন্টিং। দলটির অধিনায়ক হিসেবে আছেন পান্ত। সেই সুবাদে পান্তকে ভালোভাবেই চেনা আছেন পন্টিংয়ের।

দিল্লির হয়ে সেভাবে জ্বলে উঠতে না পারলেও ভারতের হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জ্বলে উঠবেন পান্ত, এমনটাই বিশ্বাস পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাড়তি সুবিধা পাবেন পান্ত, এমনটাও মনে করছেন তিনি।
গাভাস্কারের মুখে ‘স্টুপিড’ শুনে কথাবার্তা বন্ধ করে দিয়েছিলেন পান্ত
৩০ জুন ২৫
পন্টিং বলেন, 'আমি মনে করি, ওকে (পান্ত) তারা ফ্লোটার হিসেবে রাখতে যাচ্ছে। ব্যাটিং লাইন আপে এমনিতে রাখবে পাঁচ নম্বরে। কিন্তু নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে, এরকম যদি অবস্থা হয় যে ৭-৮ ওভার বাকি থাকতে কেবল এক-দুই উইকেট পড়েছে, তখন তারা ওকে নামিয়ে দেবে এবং যতটা সম্ভব সর্বোচ্চ সময় দিতে চাইবে। ও এতটাই গতিময় ও বিস্ফোরক।'
'সে দারুণ একজন ক্রিকেটার। অসাধারণ এক তরুণ। গোটা বিশ্বই তার সামর্থ্য সম্পর্কে জানে। ভারতের হয়ে সে বিপজ্জনক একজন হয়ে উঠতে পারে (বিশ্বকাপে), বিশেষ করে যে ধরনের উইকেট অস্ট্রেলিয়ায় সে পাবে… গতিময়, বাউন্সি ও ভালো ব্যাটিং উইকেট। বিশ্বকাপে যাদের দিকে নজর থাকবে, নিশ্চিতভাবেই তাদের মধ্যে থাকবে সে।'