আবারও করোনা পজেটিভ ঋদ্ধিমান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষৌয়ের মেন্টরের দায়িত্ব ছাড়লেন জহির খান

১৮ সেপ্টেম্বর ২৫
লক্ষৌয়ের জার্সিতে জহির খান

ঋদ্ধিমান সাহা শরীরের করোনার তেমন কোনো অস্তিত্ব নেই। এমনকি জ্বর, কাশি কিংবা শারীরিক যন্ত্রণাও নেই। তবুও করোনার দ্বিতীয় পরীক্ষায় পজেটিভ হয়েছেন ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর স্থগিত হওয়ার আগে করোনা আক্রান্ত হয়েছিলেন ঋদ্ধিমান। এরপর থেকে কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। যেখানে দ্বিতীয়বারের মতো তার করোনা পরীক্ষা করা হয়। সেখানেই আবারও ফলাফল পজেটিভ এসেছে তাঁর।


promotional_ad

আপাতত আগামী রবিবার পর্যন্ত দিল্লির টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে ঋদ্ধিমানকে। যেখানে কোয়ারেন্টাইনের ১৩তম দিনে গিয়ে তৃতীয়বারের মতো করোনা পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় নেগেটিভ আসলে সোমবার হোটেল থেকে তাঁকে ছেড়ে দেয়া হবে কিনা নেই বিষয়ে সিদ্ধান্ত নেবে চিকিৎসকরা।


ঋদ্ধিমানের বর্তমান অবস্থা সম্পর্কে আনন্দবাজারকে তাঁর স্ত্রী রোমি সাহা বলেন, ‘ওর শারীরিক কোনও সমস্যা নেই। দু’দিন আগে একবার পরীক্ষা করা হয়েছিল। তখন নেগেটিভ আসে ফল। কিন্তু এবারের ফল কেন পজ়িটিভ এলো, বোঝা যাচ্ছে না। চিকিৎসকেরা বলছেন, ভাইরাস ক্ষতি করার জায়গায় থাকতে না পারলেও এখনও হয়তো সম্পূর্ণ নির্মূল হয়নি।’


আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ঋদ্ধিমান। প্রথম দিকে কয়েকটি ম্যাচে সুযোগ পেলেও খুব বেশি সুবিধা করতে পারেননি। ফলে একাদশ থেকে জায়গা হারাতে হয় তাঁকে।


এদিকে আগামী ২ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। করোনা পজেটিভ হলেও সেই সফরের ২০ সদস্যের টেস্ট দলে রাখা হয়েছছে ঋদ্ধিমানকে। ইংল্যান্ডের বিমান ধরার আগে করোনা নেগেটিভ হলেই কেবল দলের সঙ্গে যেতে পারবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball