পৃথ্বীকে দেখে ব্যাটিং শেখো, কলকাতার তরুণদের ম্যাককালাম

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষৌয়ের মেন্টরের দায়িত্ব ছাড়লেন জহির খান

১৮ সেপ্টেম্বর ২৫
লক্ষৌয়ের জার্সিতে জহির খান

এবাবের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক থাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ৬ ম্যাচের ৫টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দলটির। এছাড়া উদ্বোধনী দুই ব্যাটসম্যানও নেই ছন্দে। শুরুর দিকে বিশেষ করে পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারছে না তারা।


এমন পরিস্থিতে দিল্লি ক্যাপিটালসের উদ্বোধনী ব্যাটসম্যান পৃথ্বী শ্বর কাছে কলকাতার টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং শিখতে বললেন দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। কেননা নিজেদের ষষ্ঠ ম্যাচে দিল্লির কাছে ৭ উইকেটে হেরেছে কলকাতা। যেখানে ৪১ বলে ৮২ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন পৃথ্বী।


promotional_ad

শিখর ধাওয়ানের সঙ্গে গড়ে তুলেছিলেন ৮৩ বলে ১৩২ রানের প্রথম উইকেট জুটি। অথচ কলকাতার টপ অর্ডারের তিন ব্যাটসম্যান শুভমান গিল, নিতিশ রানা এবং রাহুল ত্রিপাঠি মিলে তুলতে পেরেছিলে ৬৭ বলে মাত্র ৭৭ রান। এ কারণেই তাদের পৃথ্বীর ব্যাটিং দেখে শিখতে বলেছেন ম্যাককালাম।

ম্যাচ শেষে তিনি বলেন, 'আজ রাতে পৃথ্বী শ্ব থেকে আমরা যা দেখেছি তা হ'ল আমরা কীভাবে খেলতে চাই তার নিখুঁত প্রতিচ্ছবি। আপনি সর্বদা প্রতি বলেই চার বা ছয় নিতে সক্ষম হবেন না, তবে আপনার এটি করার মতো উদ্দেশ্য থাকতে হবে। বিশেষত যখন আপনাকে আপনার নিজের মতো খেলার অনুমতি দেয়া হয়। আপনি শট না খেললে রান করা খুব কঠিন, এবং দুর্ভাগ্যক্রমে আজ রাতে আমরা যথেষ্ট শট খেলিনি।


বর্তমানে পয়েন্ট তালিকার ৫ম স্থানে অবস্থান করছে কলকাতা। এভাবে খেলতে থাকলে প্লে অফের আগেই বিদায় নিতে হবে তাদের। এ কারণে আগামী ম্যাচগুলোতে কলকাতার সেরা একাদশে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস দিয়েছেন ম্যাককালাম।


তিনি বলেন, 'একটি কথা যা আমি আমার ক্যারিয়ার জুড়ে ব্যবহার করেছি তা হ'ল 'আপনি যদি কোনও মানুষকে পরিবর্তন করতে না পারেন তবে মানুষটিকে ছেঁটে ফেলুন। সুতরাং আমাদের দলে সম্ভবত কিছু পরিবর্তন আনতে হবে এবং চেষ্টা করতে হবে। কিছু নতুন ক্রিকেটার আনতে হবে যারা আশা করি এই খেলাটি আরও খানিকটা এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের জয়ের পথকে সুগম করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball