কোহলি-ভিভ রিচার্ডসদের মতো দীর্ঘদিন সেরার আসনে থাকতে চান বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বাবরকে নিয়ে এমন মন্তব্য করলে হারিসকে বেত দিয়ে পেটানো উচিত’

২৭ আগস্ট ২৫
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত সময় পার করেছেন বাবর আজম। এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে তিন ম্যাচে করেছেন ২২৮ রান। ফলে বিরাট কোহলিকে টপকে আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বাবর। ১২৫৮ দিন আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন কোহলি।


পাকিস্তানের এই অধিনায়ক শীর্ষে উঠে আসায় অবসান ঘটেছে কোহলির রাজত্বের। এর আগে ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ১৯৮৮ সালের অক্টোবর পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন স্যার ভিভ রিচার্ড। কোহলি ও ভিভ রিচার্ডের মতো দীর্ঘদিন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকতে চান বাবর।


promotional_ad

৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন বাবর। দুইয়ে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৮৫৭। আর ৮২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন রোহিত শর্মা। পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছেন বাবর।


আরো পড়ুন

‘আপনাদের এই ক্ষতি আমাদের গল্পের অংশ’, বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে কোহলি

৩ সেপ্টেম্বর ২৫
বিরাট কোহলি, ফাইল ফটো

এর আগে ১৯৮৩-৮৪ সালে জহির আব্বাস, ১৯৮৮-৮৯ সালে জাভেদ মিয়াদাদ এবং ২০০৩ সালে মোহাম্মদ ইউসুফ এক নম্বরে উঠেছিলেন। শীর্ষে উঠার পর সেই আসন ধরে রাখতে আরও বেশি পরিশ্রম করতে চান বাবর। সেই সঙ্গে ব্যাট হাতে আরও বেশি ধারাবাহিক হতে চান।


এ প্রসঙ্গে বাবর বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের আরও একটি মাইলফলক। স্যার ভিভ রিচার্ড ১৯৮৪ সালের জানুয়ারি থেকে ১৯৮৮ সালের অক্টোবর পর্যন্ত এবং কোহলি ১২৫৮ দিন শীর্ষ ছিল। এরকম দীর্ঘসময় র‍্যাঙ্কিংয়ে থাকতে আরও বেশি পরিশ্রম করতে হবে এবং ব্যাট হাতে ধারাবাহিক হতে হবে।’


ওয়ানডেতে নাম্বার ওয়ান হলেও টেস্টে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন বাবর। টি-টোয়েন্টি ফরম্যাটে ৭৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন তিনি। টি-টোয়েন্টিতে এর আগে এক নম্বরেও ছিলেন দীর্ঘদিন। তবে বাবরের স্বপ্ন টেস্ট ক্রিকেটে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা।


তিনি বলেন, ‘আমি আগেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলাম। তবে আমার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে টেস্ট র‍্যাঙ্কিংয়ের নেতৃত্ব দেয়া। যা একজন টেস্ট ব্যাটসম্যানের খ্যাতি ও দক্ষতার পুরস্কার। আমি এই লক্ষ্যগুলো অর্জন করতে গিয়ে বুঝতে পেরেছি যে, আমি কেবল ধারাবাহিকভাবে পারফর্ম করলেই হবে না। কিন্তু বড় প্রতিপক্ষের বিপক্ষে ভালো করতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball