গম্ভীর বললেন, প্লে-অফ খেলবে না কলকাতা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লক্ষৌয়ের মেন্টরের দায়িত্ব ছাড়লেন জহির খান

১৮ সেপ্টেম্বর ২৫
লক্ষৌয়ের জার্সিতে জহির খান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত দুই আসর ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরেও দলটির ভালো করার ব্যাপারে কোন আশা দেখছেন না গৌতম গম্ভীর। তিনি মনে করছেন এবার প্লে অফেই যেতে পারবে না কলকাতা।


গত দুই আসরে নেট রান রেটে পিছিয়ে থেকে দুবারই পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল দলটিকে। সর্বশেষ শিরোপা জিতেছিল তারা ২০১৪ সালে। ভাগ্য বদলাতে লাকি চার্ম সাকিব আল হাসানকে আবারো দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।


promotional_ad

কিন্তু তাতেও কোন আশা দেখছেন না কলকাতারই সাবেক অধিনায়ক গম্ভীর। কারণ হিসেবে তিনি মনে করছেন, এবারও আন্দ্রে রাসেল এবং ইয়ন মরগ্যানের ওপর নির্ভর করছে কলকাতার ভাগ্য। কেননা এই দুজন গতবার ব্যর্থ হওয়ায় কলকাতাও মুখ থুবড়ে পড়েছিল।


আরো পড়ুন

কলকাতার পরবর্তী প্রধান কোচ হওয়ার ইঙ্গিত দিলেন নায়ার

২০ আগস্ট ২৫
অভিষেক নায়ার, ফাইল ফটো

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে এক ভিডিওতে তিনি বলেন, 'যদিও আমি চাই তারা (কলকাতা) আইপিএলের শিরোপা জিতুক। কিন্তু আমি ওদের প্লে অফে খেলার কোন সম্ভাবনাই দেখছি না। কারণ তারা এবারও আন্দ্র রাসেল এবং ইয়ন মরগ্যানের ওপর বেশি নির্ভর করছে।'

ঐ ভিডিওতে গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল, সুযোগ পেলে কলকাতার কোন জিনিসটায় বদল আনতেন তিনি। এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আন্দ্রে রাসেলকে ফিনিশারেরর ভূমিকায় না খেলিয়ে চার নম্বরে খেলানো। যাতে সে আরো বেশি সময় ক্রিজে টিকে থেকে বড় রান করতে পারে।


আর ফিনিশার হিসেবে দিনেশ কার্তিক এবং ইয়ন মরগ্যান তো আছেই। এ প্রসঙ্গে গম্ভীর বলেন, 'দিনেশ কার্তিক এবং ইয়ন মরগ্যান একজন ফিনিশার। তো আপনি আন্দ্রে রাসেলকে চার নম্বরে পাঠাতে পারেন এবং তাকে সেখানে সবসময়ের জন্য খেলাতে পারেন।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball