আইপিএল না খেলেও ৭ কোটি রুপি পাবেন আইয়ার
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ থেকে বাদ পড়ে খুব হতাশ হয়েছি: আইয়ার
৮ সেপ্টেম্বর ২৫
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। সেই ইনজুরির কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পুরো আসর থেকে ছিটকে যেতে হয়েছে তাঁকে। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে নেতৃত্ব দেয়া আইয়ার অবশ্য আইপিএল না খেলেই পাচ্ছেন ৭ কোটি রুপি!
ইংল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সময় ইংলিশ জনি বেয়ারস্টোর একটি শট ঠেকাতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন তিনি। যেখানে স্ক্যান করানোর পর জানা যায় বাম হাতের কাঁধে চিড় ধরা পড়েছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছিল, ডানহাতি এই ব্যাটসম্যানের সেই কাঁধে অস্ত্রোপচার করাতে হবে। চলতি মাসেই তাই ছুরি কাঁচির নিচে যেতে হচ্ছে ২৬ বছর বয়সি এই ক্রিকেটারকে।

ইনজুরির কারণে অন্তত ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে আইয়ারকে। ইতিমধ্যে তার বিকল্প হিসেবে ঋষভ পান্তকে অধিনায়কত্ব বুঝিয়ে দিয়েছে দিল্লি। তবে আইপিএল না খেললেও ঠিকই পূর্ণ পারিশ্রমিক পাবেন আইয়ার। এবারের আইপিএলকে সামনে রেখে ৭ কোটি রুপিতে এই ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছিল দিল্লি।
বিসিবির আগেই বিসিসিআই নির্বাচন, বেছে নেয়া হবে নতুন সভাপতি
১৮ সেপ্টেম্বর ২৫
বিসিসিআইয়ের নিয়ম অনুসারে পুরো টাকাই পাচ্ছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২০১১ সালে পাশ হওয়া বিসিসিআইয়ের ইন্সুরেন্স পলিসির নিয়মানুযায়ী, কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত কোন ক্রিকেটার যদি ইনজুরি বা দূর্ঘটনার কারণে আইপিএল খেলতে না পারেন তাহলে ক্ষতিপূরণ হিসেবে চুক্তি অনুযায়ী পাওয়া সম্পূর্ণ পারিশ্রমিক সেই খেলোয়াড়কে বুঝিয়ে দিতে হবে।
দেশের হয়ে দায়িত্ব পালনরত অবস্থায় কেউ চোট পেলেও একই ধরনের নিয়ম প্রযোজ্য হবে। যে কারণে এমন নিয়ম বেশ ভালোভাবেই প্রযোজ্য হচ্ছে আইয়ারের ক্ষেত্রে। কারণ প্রথমত সে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার, দ্বিতীয়ত দেশের হয়ে খেলতে গিয়েই চোটে পড়েছেন তিনি। উল্লেখ্য যে, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত না হলে এমন নিয়ম প্রযোজ্য হবে না।
ক্ষতিপূরণ দিলেও স্বস্তিতে নেই দিল্লি। আইয়ারের অনুপস্থিতি বেশ ভালোভাবেই ভোগাবে দলটিকে। গত আসরে তাদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন আইয়ার। ৩৪.৬০ গড়ে ৫১৯ রান করে দিল্লিকে ফাইনালে তোলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই ক্রিকেটার।