২০০৭ এর স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন যুবরাজ

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে সেমি ফাইনালেও খেলবেন না যুবরাজ-হরভজনরা

৩০ জুলাই ২৫
ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা

২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। টি-টোয়েন্টি ক্রিকেটে তার আগে যা করতে পারেনি কোন ব্যাটসম্যান। যুবরাজ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৪ বছর আগে, বয়সও ছুঁয়েছে ৪০ এর কোটা।


অথচ এখনো ব্যাট হাতে যেন বোলারদের কাছে আতঙ্কের নাম ভারতের এই সাবেক ব্যাটসম্যান। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের মুখোমুখি হয়েছিল ভারত লিজেন্ডস। সেখানেই যেন সেই ২০০৭ সালের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন যুবরাজ।


promotional_ad

এক ওভারে হাঁকিয়েছেন চারটি ছয়। এক বল ডট হওয়ায় ছয়টি ছয় হবার সম্ভাবনা ছিল না। কিন্তু পঞ্চম ছয় হাঁকাতে গিয়ে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করেন যুবরাজ। নিজে থেমেছেন ৬ টি ছয় ও ২ টি চারের সাহায্যে ২২ বলে ৫২ রান করে।


মূলত তার ইনিংসে ভর করে ভারত ও পার করেছে ২০০ রানের কোঁটা। নির্ধারিত ২০ ওভার শেষ তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২০৪ রান। ২০০৭ এর স্মৃতি ফিরিয়ে আনতে না পারলেও টানা চারটি ছয় মারায় তাই বেশ খুশি যুবরাজ।


ম্যাচ শেষ তিনি বলেন, 'চতুর্থ ছয়টির পর আমি পঞ্চম ছয়টি হাঁকানোর চেষ্টা করছিলাম। কিন্তু তখনো দুই ওভার বাকি ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম স্ট্রাইক রোটেট করে শেষ পর্যন্ত ব্যাট করার এবং দলকে বড় সংগ্রহ এনে দেয়ার।'


আরো যোগ করে তিনি বলেন, 'উইকেটটি খুবই ভালো ছিল। দক্ষিণ আফ্রিকাও তাদের শেষ ম্যাচ জিতেছিল। তাই আমি চেয়েছিলাম শেষ পর্যন্ত ব্যাট করতে। তবে এটি (চার বলে চারটি ছয়) করতে পেরে আমি খুশি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball