বিশ্বকাপ না জিতে অবসর নেবে না কোহলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আপনাদের এই ক্ষতি আমাদের গল্পের অংশ’, বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে কোহলি
৩ সেপ্টেম্বর ২৫
বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটকে নিয়ে গিয়েছেন এক অনন্য উচ্চতায়। মাত্র ৩২ বছর বয়সে ৭০টি আন্তর্জাতিক শতরান করার গৌরব অর্জন করেছেন। নিজের খেলা ও অধিনায়কত্ব দিয়ে প্রশংসিত গয়েছেন বিশ্বব্যাপি। কিন্তু রঙিন পোশাকের অধিনায়কত্বের ব্যাটন নিজের কাধে তুলে নেয়ার পর দুবার হাতছোয়া দূরত্ব থেকে ফিরে আসতে হয়েছে কোহলির দলকে।
কোহলি ও তার দলের জন্য সবচেয়ে বেদনাদায়ক ঘটনা ঘটেছিলো ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে, যেদিন ভারত ও বিশ্বকে অবাক করে দিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। পরবর্তীতে ২০১৯ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নক আউট রাউণ্ডে যাওয়ার পর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আবারো ভগ্ন হৃদয়ে দেশে ফিরতে হয় ভারতের।

ভারতীয় ক্রিকেট দল যেভাবে ক্রিকেট খেলছে এবং তাদের যে মানের খেলোয়াড় আছে এমন একটি দল নিয়ে বিশ্বকাপ না জিতে অবসর নেবেন না বিরাট কোহলি। সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় এমন মতামত জানিয়েছেন ভারতীয় সাবেক স্পিনার হরভজন সিং।
২০২৩ এর বাংলাদেশের সঙ্গে বর্তমানের অনেক ফারাক দেখছেন ডাচ কোচ
১ সেপ্টেম্বর ২৫
ভারতের ইতিহাসের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং এর বিশ্বাস কোহলি ও বিশ্বকাপ এই দুইয়ের দূরত্ব অতি শীঘ্রই ঘুচে যাবে।
তিনি বলেন, 'ভিরাট ইতোমধ্যেই প্রতিষ্ঠিত একজন খেলোয়াড় এবং নিজেকে কিংবদন্তীর পর্যায়ে নিয়ে গিয়েছেন। নিঃসন্দেহে বিশ্বকাপ জয় তার প্রাপ্তির সংখ্যায় অনন্য একটি পালক যুক্ত করবে। তিনিও চাইবেন ইতিহাসের পাতায় বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে ঠায় পেতে। আর এটি ২০২১ এর বিশ্বকাপেই সম্ভব।'
'বর্তমানে আমাদের যে মানের দল আছে কোহলি বিশ্বজয়ী না হয়ে কোহলি অবসরে যাবেন না।বিশ্বজয়ী অধিনায়ক হওয়ার প্রথম ধাপ হিসেবে পরবর্তী টি২০ বিশ্বকাপ কেই পাখির চোখ করবেন অধিনায়ক কোহলি।'
উল্লেখ্য ২০২১ বিশ্ব টি২০ আসর বসতে যাচ্ছে ভারতে। সম্প্রতি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এ বিশ্ব আসরের ট্রফি উন্মোচন করেছেন।ভারতের মাটিতে বিশ্বকাপ আর ভারতের দুর্দান্ত টি২০ দলটিই হয়তোবা ভাজ্জির আশার সলতে তে আগুন দিয়েছে।