আজ থেকে শুরু হচ্ছে জাহানারাদের আইপিএল মিশন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হচ্ছে ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট। যার পোশাকি নাম দেয়া হয়েছে নারীদের আইপিএল।


বাংলাদেশ সময় রাত ৮টায় ভেলোসিটি এবং সুপারনোভাসের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের। মিতালি রাজের নেতৃত্বাধীন ভেলোসিটি দলে রয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম।


promotional_ad

শারজাহতে অনুষ্ঠেয় আজকের ম্যাচে মাঠে নামারও সম্ভাবনা রয়েছে তাঁর। গত বছরও একই দলে খেলেছেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। জাহানারা ছাড়াও বাংলাদেশের হয়ে টুর্নামেন্টটিতে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন।


জাহানারার জন্য আইপিএলে খেলার অভিজ্ঞতা পুরনো হলেও এবারই প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন সালমা। স্মৃতি মান্ধানার অধিনায়কত্বে ট্রেইলব্লেজার্সে খেলবেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। 


আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সালমাদের দলের মুখোমুখি হবে জাহানারাদের ভেলোসিটি। বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে এই ম্যাচটি। তবে এদিন সালমা-জাহানারা খেলবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। 


নারীদের এই আইপিএলে যথারীতি অংশ নিচ্ছে তিনটি দল। এই দলগুলো পাঁচদিনের মধ্যে খেলবে চারটি করে ম্যাচ। যেখানে প্রত্যেকে একে অপরের মুখোমুখি হবে একবার করে। এরপর আগামী ৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball