শাহবাজের কাছে যে উইকেটটি বিশেষ কিছু

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে হারের পরও নেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের প্লে-অফ খেলার অনিশ্চয়তা। নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে কলকাতার আগে থেকে প্লে অফ খেলা নিশ্চিত হয়েছে তাদের। 


সোমবার রাতে দিল্লির বিপক্ষে ৬ উইকেটে হারে বেঙ্গালুরু। তবুও রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে তিনের নিচে নামেনি তারা। এই ম্যাচ জয়ের প্রবল ইচ্ছে থাকাতেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করেন দলটির অলরাউন্ডার শাহবাজ খান।


promotional_ad

তিনি বলেন, 'আজকের ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ন ছিল। আমাদের রান রেট বেশি ছিল এটা ভালো দিক যে এই কারণে হেরেও প্লে অফ খেলতে পারবো। ম্যাচ জয়ের স্পৃহাটা আমাদের অন্যতম ইতিবাচক দিক ছিল।'


এই ম্যাচে আইপিএলে প্রথমবারের মতো উইকেট পান শাহবাজ খান। সেটাও আবার শিখর ধাওয়ানের মতো ব্যাটসম্যানের। এই উইকেটটা তার জন্য বিশেষ বলেই মনে করেন বেঙ্গালুরুর এই অলরাউন্ডার।


তিনি বলেন, 'আইপিএল শুরুর আগে প্রস্তুতি ক্যাম্প আমাকে সহায়তা করেছে। শিখর ধাওয়ান আমার প্রথম আইপিএল উইকেট। এটা অন্য রকম অনুভূতি।'


'উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল আর দ্বিতীয় ইনিংসে সেটা আরও ভালো হয়েছে শিশিরের কারণে। প্রথম ইনিংস যেহেতু উইকেট স্লো ছিল আমাদের ১৫ রান কম হয়ে গিয়েছিল বলে ভেবেছিলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball