আমার সব অবাস্তব লাগছে: বরুণ

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বরুণ চক্রবর্তী। বছর দুয়েক আগেও ছিলেন অতি সাধারণ একজন মানুষ। স্বপ্ন ছিল ক্রিকেটার হবেন। কিন্তু পারিবারিক আর্থিক সংগতি না থাকায় স্বপ্ন ছেড়ে কঠিন বাস্তবতায় নামতে হয়েছিল তাঁকে। কিন্তু কয়েক বছর আগে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ইঞ্জিনিয়ারিং পেশা ছেড়ে দিতে হয়েছিল ২৯ বছর বয়সি এই যুবককে। 


কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর বদলে দিয়েছে বরুণের ভাগ্য। টুর্নামেন্টে কলকাতার হয়ে দুর্দান্ত বোলিং করে নিজেকে চিনিয়েছেন এই স্পিনার। একই সঙ্গে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে ভারতের জাতীয় দলে। 


promotional_ad

জাতীয় দলে জায়গা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে ভাষাহীন হয়ে গেছেন বলে জানান বরুণ। তিনি বলেন, 'ম্যাচের পর আমি সিলেকশনের ব্যাপারে জানতে পারি। আমি একটা কথাই বারবার বলছিলাম, যে আমার সব অবাস্তব লাগছে।'


জাতীয় দলে জায়গা পাওয়ার পর নিশ্চিতভাবেই বদলে যাবে বরুণের জীবন। তবে জাতীয় দলে নিয়মিত পারফর্ম করে যাওয়াটাই তার প্রত্যাশা বলে জানিয়েছেন এই স্পিনার। দলের জয়ে অবদান রাখাটাই হবে তার মূল উদ্দেশ্য। 


২৯ বছর বয়সি এই স্পিনার বলেন, 'আমার সবসময়ই লক্ষ্য হচ্ছে দলে নিয়মিত খেলা এবং পারফর্ম করে দলের জয়ে অবদান রাখা। আশা করি ভারতের জন্যও আমি এটা করতে পারবো। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ততটা সক্রিয় না। নির্বাচকদের ধন্যবাদ তারা আমার ওপর আস্থা রেখেছে। আমার সত্যিই বলার মতো কোনো ভাষা নেই।'


তামিল নাড়ুর এই ক্রিকেটার জানিয়েছেন জাতীয় দলে ডাক পাওয়ার আশা করেননি তিনি নিজেও, 'আমি আমার বাবা-মা এবং বাগদত্তার সঙ্গে কথা বলেছি ডাক পাওয়ার পর। আমি কেবল আমার খুশিটা তাদের সঙ্গে ভাগ করেছি। এটা আমার পরিবারের জন্য অনেক ভালো খবর। আমি সত্যিই এখন শব্দ সংকটে আছি। ভারতের জাতীয় দলে ডাক পাওয়া অনেক বড় ব্যাপার। আমি সত্যিই এমনটা আশা করেনি। '



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball