আইপিএলে ফেরার অপেক্ষায় ছিলেন হোল্ডার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার জেসন হোল্ডার। তবুও গত কয়েক বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোনো দলই আগ্রহ দেখায়নি তাঁকে নিয়ে। সর্বশেষ ২০১৬ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন এই ক্যারিবিয়ান। 


চলতি আসরের শুরুতেও আইপিএলে জায়গা হয়নি হোল্ডারের। হায়দরাবাদ পেসার মিচেল মার্শের ইনজুরিতে শেষ পর্যন্ত কপাল খোলে তাঁর। বৃহস্পতিবার হায়দরাবাদের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামেন তিনি। যেখানে ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন তিন উইকেট। 


promotional_ad

টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই পারফর্ম করতে পেরে বেশ খুশি হোল্ডার। ম্যাচ শেষে তিনি বলেন, 'এটা খুবই আনন্দদায়ক। আমি অনেক আগে থেকে আইপিএল খেলছি। অনেকদিন ধরেই আইপিএলে ফিরতে চাচ্ছিলাম। আমি খুশি যে ম্যাচে প্রভাব রাখতে পেরেছ???।'


হোল্ডারের প্রথম ম্যাচে জয় পেয়েছে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রানের লক্ষ্য দেয় রাজস্থান। জবাবে ব্যাটিংয়ে নেমে তিন ওভারের মধ্যেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টোকে হারিয়ে বিপদে পড়ে হায়দরাবাদ। 


এরপর মনিষ পান্ডে ও বিজয় শঙ্করের দৃঢ়তায় সহজেই ম্যাচ জিতে নেয় তারা। দুজনের ১৪০ রানের জুটিতে ১১ বল হাতে রেখেই রাজস্থানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় হায়দরাবাদ।


৮ ছক্কা এবং ৪ চারের সাহায্যে ৪৭ বলে ৮৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ডানহাতি ব্যাটসম্যান মনিষ। ৫১ বলে ৫২ রান করে মনিষকে দারুণ সঙ্গ দেন ২৯ বছর বয়সী শঙ্কর। যেখানে ৬টি চার মেরেছেন তিনি। বর্তমানে ১০ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে ডেভিড ওয়ার্নারের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball