নাইট রাইডার্স শিবিরে আলী খানের স্থলাভিষিক্ত শেইফার্ট?

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাষ্ট্রের প্রথম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েছিলেন আলী খান। পেসার হ্যারি গার্নি চোটে পরায় কলকাতা নাইট রাইডার্স তাকে দলভূক্ত করেছিল?? কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না আলীর। এবার তিনি নিজেই ইন্জুরির কারনে দল থেকে ছিটকে পরেছেন।
আলী খানের পরিবর্তে উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম শেইফার্টকে দলে ভিড়িয়েছে কলকাতা। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে এমনটাই জানা গেছে।
কিউই ব্যাটসম্যান শেইফার্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গত মৌসুমে কলকাতারই মালিকানাধীন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। যদিও সেখানে ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি তিনি। ৯ ইনিংসে ১০৯.৯১ স্ট্রাইকরেটে মাত্র ১৩৩ রান সংগ্রহ করেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।

তবে সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ড দলের হয়ে বেশ সফল শেইফার্ট। দেশের হয়ে ৩টি ওয়ানডে আর ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে টি-টোয়েন্টিতে ১৩৯.৭৫ স্ট্রাইকরেটে তার গড় ২২.৮৫।
আলি খানের ইন্জুরি নিয়েও বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিল কলকাতার সমর্থকরা। কারণ গত ৭ অক্টোবর আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিল, চোটে পরায় আর এই মৌসুমে খেলা হচ্ছে না যুক্তরাষ্ট্রের পেসারের।
তবে আলি খানকে ফিরে পেতে বেশ আশাবাদী ছিল কলকাতা টিম ম্যানেজমেন্ট। চোটে পরলেও বেশ দ্রুত সেরে উঠছিলেন তিনি। এমনকি দলের অনুশীলনেও নিয়মিত দেখা যেত তাঁকে।
নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মাইসোরে জানিয়েছিলেন, আলী খানের সেরে ওঠার ব্যাপারে তারা বেশ আশাবাদী। কিন্তু এরপরেও দল থেকে ছিটকে পরতে হল তাঁকে।