কোভিড ভ্যাকসিনও বানিয়ে ফেলবেন তেওয়াতিয়া, আশাবাদী শেবাগ
ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কিংস ইলেভেন পাঞ্জাবের তারকা বোলার শেলডন কটরেলের এক ওভারে ৫টি ছক্কা হাকিয়ে আলোচনায় আসেন রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার রাহুল তেওয়াতিয়া। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রাজস্থানের নাটকীয় জয়ের স্রষ্টাও এই তেওয়াতিয়া।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচেও দেবদূত পাড্ডিকাল এবং বিরাট কোহলির উইকেট পতনে অবদান রেখে রাজস্থানকে জয়ের আশা দেখিয়েছিলেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার।

অল্প সময়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নাম কুড়ানো এই অলরাউন্ডারের স্তুতি চলছে সমগ্র ক্রিকেটাঙ্গন জুড়েই। এমন সময় তাঁর প্রশংসা করতে ন্যূনতম পিছপা হন নি সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দ্র শেবাগ।
সম্প্রতি তেওয়াতিয়াকে নিয়ে এক টুইট করেন সাবেক এই ক্রিকেটার। শেবাগ লিখেন, 'তেওয়াতিয়া যে কোনো কিছু করতে পারে। ও যদি কোভিড ভ্যাকসিন বানানোর একটা সুযোগ পায় তাহলে সেটিও বানিয়ে ফেলবে। কী দুর্দান্ত মৌসুম তাঁর জন্য।'
বেঙ্গালুরুর বিপক্ষে তেওয়াতিয়ার আশা ভঙ্গ করে দেন এবি ডি ভিলিয়ার্স। ২২ বলে ৫৫ রানের টর্ণেডো ইনিংস খেলে রাজস্থানের স্বপ্নভঙ্গ করেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান।
আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন তেওয়াতিয়া। সংগ্রহ করেছেন ২২ রান। সেই সঙ্গে ঝুলিতে পুরেছেন ৬টি উইকেট।