ভিলিয়ার্সের কাছে বোলার কে সেটা বিবেচ্য নয়: কোহলি

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে শনিবার (১৭ অক্টোবর) পরাজয় চোখ রাঙ্গাচ্ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। কিন্তু এ সময় দলে ত্রাতা হিসেবে আবির্ভূত হন এবি ডি ভিলিয়ার্স। ২২ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস ২ বল হাতে রেখেই খেলে দলকে এনে দিয়েছিলেন ৩ উইকেটের বড় জয়।
রাজস্থানের বিপক্ষে ম্যাচের শেষ দুই ওভারে জয়ের জন্য বেঙ্গালুরুর প্রয়োজন ছিল ৩৫ রান। ১৯ তম ওভারে জয়দেব উনাদকাটের প্রথম তিন বলকে ছয়ে পরিণত করে ব্যবধান কমান মি. ৩৬০ খ্যাত ভিলিয়ার্স। আর শেষ ওভারের চতুর্থ বলে জফরা আর্চারের বল সীমানার বাহিরে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
এমন বিধ্বংসী ইনিংস খেলায় ভিলিয়ার্সের বন্দনা চলছে পুরো ক্রিকেটাঙ্গন জুড়ে। ম্যাচ শেষে সেই বন্দনায় যুক্ত হলেন বেঙ্গালুরুর দলপতি বিরাট কোহলি।

কোহলির মতে, এবি আইপিএলের সবচেয়ে প্রভাববিস্তারকারী ম্যাচ জয়ী ক্রিকেটার। সে ফর্মে থাকলে তার কাছে কোনো বোলারই ব্যাপার না।
কোহলি বলেন, ‘বোলার কে, এটা বিবেচ্য নয়। আপনার প্রতিপক্ষ দলে বিশ্বের সেরা বোলার থাকতে পারে কিন্তু এবি যা করার করবেই। সে এমন একজন, যে সবসময়ই পরিস্থিতি ভালোভাবে বোঝে আর সে অনুয়ায়ী ব্যাটিং করে এবং দ্রুত মানিয়ে নেয়। আমার চোখে সে আইপিএলের সবচেয়ে প্রভাববিস্তারী ম্যাচ জয়ী ক্রিকেটার।’
‘সে যখন খেলে, তখন প্রতিপক্ষ বুঝে যায় যে তাদের সুযোগ সামান্যই আছে। সেটির যথেষ্ট কারণও আছে। সে যতক্ষণ মাঠে আছে, আমরা সবসময়ই অনুভব করি যে আমরা কখনোই ম্যাচ থেকে ছিটকে যাচ্ছি না।’
আইপিএলের চলতি আসরে এখনও পর্যন্ত ২৮৫ রান করেছেন সাবেক এই প্রোটিয়া ব্যাসম্যান। যেখান তার গড় ৫৭ আর স্ট্রাইক রেট ১৯০। গতকালের ২২ বলে ৫৫ রানের ইনিংস ছাড়াও এর আগে ৩০ বলে ৫১ ও ৩৩ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংসে খেলেছেন।
টুর্নামেন্টের চলমান আসরটিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৬টিতে জয় লাভ করেছে বেঙ্গালুরু। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে কোহলির দল। আগামী ২১ অক্টোবর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে তারা।