promotional_ad

লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন ব্রাভো

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ইনজুরি যেন পিছুই ছাড়ছে না ডোয়াইন ব্রাভোর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩ত আসর শুরুর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলার সময় ইনিজুরিতে পড়েছিলেন ব্রাভো। আর এবারে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমে কুঁচকির ইনজুরিতে পড়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।


ইনজুরিটি কতোটা গুরুতর তা এখনও জানানো হয়নি দলটির তরফ থেকে। তবে দিল্লির বিপক্ষে ম্যাচ শেষে চোট সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। 


promotional_ad

ফ্লেমিং বলেন, ‘তার (ব্রাভো) মনে হয়েছে তার কুঁচকিতে আঘাত ছিল, মাঠে ফেরানোর জন্য তাকে বিরত রাখা দরকার ছিল। শেষ ওভারে বল করতে না পারায় সে হতাশ। এমন পর্যায়ে আপনি ভাবতে পারেন যে কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহ লাগতে পারে।’


চোট পাবার কারণে দিল্লির বিপক্ষে শেষ ওভারে বোলিং করতে পারেননি ক্যারিবীয় এই অলরাউন্ডার। তাঁর বদলে জাদেজাকে দিয়ে বল করানো হয়েছিল যা কিনা ছিল সম্পূর্ণ পরিকল্পনা বহির্ভূত।


ফ্লেমিং এ প্রসঙ্গে বলেন, 'ডোয়াইনে ব্রাভো একজন ডেথ বোলার। পুরো মৌসুমে জুড়ে সেটাই চলছিল কিন্তু সে চোট পেয়েছিল। যে কারণে সে শেষ ওভারটি করতে পারেনি। আমাদের সামনে আরও চ্যালেঞ্জ রয়েছে। জাদেজাকে ডেথে বোলিং করানোর পরিকল্পনা করা হয়নি, তবে ব্রাভো চোট পাওয়ায় আমাদের অন্য কোনও বিকল্প ছিল না।’


এর আগে ইনজুরির কারণে আইপিএলের চলতি আসর থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার ভুবেনশ্বর কুমার, মিচেল মার্শ, দিল্লি পেসার ইশান্ত শর্মা, লেগ স্পিনার অমিত মিশ্র এবং কলকাতার পেসার আলী খান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball