promotional_ad

ধাওয়ানের বিস্ফোরক সেঞ্চুরিতে দিল্লির রোমাঞ্চকর জয়

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুটা জয় দিয়ে করলেও এখন পর্যন্ত সেরাটা মেলে ধরতে পারেনি মহেন্দ্রা সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গত আসরের রানার্স আপ দলটি নিজেদের নয় নম্বর ম্যাচেও হেরেছে দিল্লি ক্যাপিটালসের কাছে।  


শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চেন্নাইয়ের দেয়া ১৮০ রানের লক্ষ্য এক বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে টপকে যায় স্রেয়াশ আইয়ারের দিল্লি। আর এই জয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।  


দিল্লির এই জয়ের প্রধান নায়ক ওপেনার শিখর ধাওয়ান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করা ধাওয়ান আজও ছিলেন আপন আলোয় উজ্জ্বল। ব্যাট হাতে মাত্র ৫৮ বলে অপরাজিত ১০১ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন তিনি। আর এই রান করার পথে একটি ছক্কা এবং ১৪টি চার মেরেছেন এই ৩৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান। 


ধাওয়ান ছাড়াও পার্শ্বনায়কের ভূমিকা অবলম্বন করেছেন বাঁহাতি ব্যাটসম্যান অক্ষর প্যাটেল। শেষ ওভারে যখন দিল্লির জয়ের জন্য ১৭ রান প্রয়োজন সেসময় রবীন্দ্র জাদেজার করা দুই এবং তিন নম্বর বলে পর পর দুটি ছক্কা মারেন তিনি। এরপরের বলে দুই রান নিয়ে পঞ্চম বলে আরেকটি বিশাল ছক্কা হাঁকান এই ২৬ বছর বয়সী ক্রিকেটার। ইনিংসের শেষ পর্যন্ত ধাওয়ানের সঙ্গে ৫ বলে ২১ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি। 


promotional_ad

চেন্নাইয়ের হয়ে এদিন দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি পেসার দীপক চাহার। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট শিকার করেন তিনি। এছাড়া একটি করে উইকেট নেন শার্দূল ঠাকুর, ইংলিশ রিক্রুট স্যাম কারান এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।  


এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রানের পুঁজি দাঁড় করায় চেন্নাই। দলটির পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি, মিডল অর্ডার ব্যাটসম্যান আম্বাতি রাইডু এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ২ ছক্কা এবং ৬ চারের সাহায্যে ৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন ডু প্লেসি।


অপরদিকে মাত্র ২৫ বলে ৪৫ রান নিয়ে অপরাজিত থাকেন রাইডু। ৪টি ছক্কা এবং একটি চারের সাহায্যে ইনিংসটি সাজান তিনি। ব্যাট হাতে ঝড় তোলার ক্ষেত্রে দারুণ পারদর্শীতা দেখিয়েছেন জাদেজাও। ৪টি ছক্কার সাহায্যে ১৩ বলে অপরাজিত ৩৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।  


দিল্লির হয়ে ৪৪ রান খরচায় ২ উইকেট শিকার করেন প্রোটিয়া পেসার অ্যানরিক নরকিয়া। আর একটি করে উইকেট নিয়েছেন নরকিয়ার স্বদেশী কাগিসো রাবাদা এবং  ডানহাতি পেসার তুষার দেশপান্ডে। 


সংক্ষিপ্ত স্কোর:


চেন্নাই সুপার কিংস: ১৭৯/৪ (২০ ওভার) (ডু প্লেসি ৫৮, রাইডু ৪৫*; নরকিয়া ২/৪৪, রাবাদা ১/৩৩)


দিল্লি ক্যাপিটালস: ১৮৫/৫ (১৯.৫ ওভার) (ধাওয়ান ১০১*, স্টয়নিস ২৪; চাহার ২/১৮, ব্রাভো ১/২৩) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball