আইপিএলের মাঝপথে দেশে ফিরে গেলেন পিটারসেন

ছবি: ছবি: ফাইল ছবি

|| ডেস্ক রিপোর্ট ||
হুট করেই চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধারাভাষ্য কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন কেভিন পিটারসেন। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেন্জার্স ব্যাঙ্গালুরু বনাম কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচের পর আইপিএল থেকে সরে যাওয়ার ঘোষণা দেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার।
মূলত করোনা মহামারির কারণে পরিবার থেকে লম্বা সময় দূরে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছেন পিটারসেন। বাচ্চাদের আরো বেশি সময় দিতেই টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গেলেন তিনি।

নিজের আফিশিয়াল টুইটারে তিনি টুইট করে লিখেন, 'আমি আমার সন্তানদের জন্য মাঝপথে আইপিএল ছেড়ে চলে যাচ্ছি। আমি তাদের সঙ্গে বাসায় থাকতে চাই। এটি একটি অনাকাঙ্ক্ষিত বছর তাই তাদের স্কুল বন্ধ। আমি সারাদিন এমনকি প্রত্যেকদিন তাদের সঙ্গে একসাথে থাকতে চাই।'
এছাড়া দুবাই হতে লন্ডন যাওয়ার একটি ভিডিও পোস্ট করেছেন পিটারসেন। ধারাভাষ্য দেওয়ার হবে আগে আইপিএলে চারটি দলের হয়ে খেলেছেন সাবেক এই ইংলিশ খেলোয়াড়।
ব্যাটিংয়ে যেমন স্টাইলিস ছিলেন তেমনি ধারাভাষ্য কক্ষেও যেন কথার পসরা সাজান সাবেক এই ইংলিশ ক্রিকেটার। তবে এবারের আসরে বিভিন্ন সময় বিভিন্ন খেলোয়াড়দের নামে বিরূপ মন্তব্য করে দর্শকদের বেশ সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ইংল্যান্ডে দুটো সন্তানসহ গায়িকা স্ত্রী জেসিয়া টেইলরকে নিয়ে সাবেক এই ইংলিশ ক্রিকেটারের ছোট্ট সংসার রয়েছে।