স্মিথের চোখে মরগানই সেরা

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথের বিশ্ব ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম বলে মনে করা হয়। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
অধিনায়ক হিসাবে দুর্দান্ত সব কৌশল অবলম্বনের কারণে অনেক ক্রিকেট বোদ্ধাদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন এই অজি ক্রিকেটার। কিন্তু স্মিথের মনে সেরা অধিনায়ক হিসেবে দাগ কেটেছেন ইংল্যান্ডের সীমিত ওভারের দলের দলপতি ইয়ন মরগান। আইপিএলের চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবার দায়িত্বভার যিনি ইতোমধ্যেই বুঝে পেয়েছেন।

সম্প্রতি রাজস্থান সতীর্থ জশ বাটলারের সঙ্গে এক আলাপচারিতায় এমনটাই জানান স্মিথ। বাটলার তাঁকে প্রশ্ন করেছিলেন, সেরা অধিনায়ক হিসেবে কাকে দেখছেন। সেই প্রশ্নের জবাবে মরগানের কথা জানান এই তারকা খেলোয়াড়।
অজি এই ব্যাটসম্যান বলেন, 'কঠিন প্রশ্ন। আমার মতে ওয়ানডে ক্রিকেটে খুব সম্ভবত ইয়ন মরগান। অবশ্যই সে ইংল্যান্ডের হয়ে বেশ ভালো করেছে। সে মাঠে বেশ কৌশল অবলম্বন ক??ে থাকে। আমি তাকেই বেছে নেব।'
গেল কয়েকবছর ধরেই বিশ্ব ক্রিকেটে অন্যতম সফল অধিনায়ক হিসেবে সুনাম কুড়িয়েছেন মরগান। যার ধারাবাহিকতায় ঘরের মাটিতে ইংল্যান্ডকে দিতে সক্ষম হয়েছেন বিশ্বকাপের স্বাদও।
টুর্নামেন্টের চলতি আসরে ৩ জয় এবং পাঁচ হারে পয়েন্ট টেবিলের সাতে রয়েছে স্মিথের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। সর্বশেষ দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে ১৩ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে আইপিএলের প্রথম শিরোপাজয়ী দলটি।