চেন্নাই সমর্থকদের জন্য দুঃখিত শেহবাগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে রানার্স আপ হয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু চলতি আসরে এখন পর্যন্ত নিজেদের প্রমাণ করতে পারেনি দলটি।
৭ ম্যাচে মাত্র ২টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের সাত নম্বরে অবস্থান মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের। রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে সর্বশেষ ম্যাচেও ৩৭ রানে পরাজিত হয় চেন্নাই।

ধোনিদের এহেন পারফরম্যান্সে বেশ হতাশ ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেহবাগ। চেন্নাই সমর্থকদের জন্য দুঃখও প্রকাশ করেছেন তিনি। গত আসরের রানার্স আপ দলটির এই হাল মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে ৪১ বছর বয়সী এই ক্রিকেটারের।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেহবাগ বলেন, 'চেন্নাইয়ের সমর্থকদের জন্য আমি দুঃখ বোধ করছি। এটাই সেই দল ছিল যারা শেষ পর্যন্ত লড়াই করতো। আমি বেশ হতাশ, বিশেষ করে ব্যাটিং দেখে। আজ কোহলি স্পেশাল ছিল।'
চেন্নাইয়ের পাশাপাশি নাজুক পারফরম্যান্স অধিনায়ক ধোনিরও। ফিনিশার হিসেবে সুখ্যাতি পাওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যান এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।
সুপার কিংসদের হয়ে ৭ ম্যাচে সর্বসাকুল্যে ১১২ রান সংগ্রহ করেছেন অধিনায়ক ধোনি। যেখানে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেছেন সাবেক ভারতীয় দলপতি।