promotional_ad

বাংলাদেশকে হালকাভাবে নিয়েছিল দ.আফ্রিকাঃ রাবাদা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আত্মতুষ্টিতে ভুগেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ফ্রন্ট লাইন পেসার কাগিসো রাবাদা মনে করেন, বাংলাদেশকে হালকাভাবে নিয়েই হেরেছে তারা।


টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আফ্রিকা। লক্ষ্য তাড়া করে সহজ জয় তুলে নেয়ার পরিকল্পনা সাজিয়েছিল তারা। কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানদের সামনে অসহায় হয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং লাইন আপ।


লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, ক্রিস মরিসদের পাত্তা না দিয়ে ৩৩১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল টাইগাররা। পাহাড়সম এই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয়ে ফাফ ডু প্লেসির দল। ২১ রানে হেরেছে তারা, বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই তুলে নিয়েছে দারুণ এক জয়।


promotional_ad

যদিও পরের ইংল্যান্ড এবং ভারতের বিপক্ষে পরের দুই ম্যাচেও পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে ভালো লড়াই করেছে তারা, মনে করছেন রাবাদা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন,


'বাংলাদেশের বিপক্ষে আমরা কিছুটা আত্মতুষ্টিতে ভুগেছিলাম। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমরা অনুভব করেছিলাম জিতে যাব। ভারতের বিপক্ষে আমরা ম্যাচটি শেষ পর্যন্ত নিয়ে যাই। আমার মনে হয় এটা দক্ষিণ আফ্রিকানদের ডিএনএ তে রয়েছে। আমরা সবসময়ই ম্যাচে থাকি এবং এটাই আমাদের ক্রিকেটের ধরণ। আমরা কখনোই হাল ছাড়ি না।'


শেষ ম্যাচে ভিরাট কোহলির দলের বিপক্ষে ২২৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েও দারুণ লড়াই করেছে দক্ষিণ আফ্রিকা। ৪৮তম ওভার পর্যন্ত ভারতকে আটকে রাখতে সক্ষম হয়েছে তারা। রাবাদা মনে করছেন, এই ম্যাচের অনুপ্রেরণা থেকেই ঘুরে দাঁড়াবে দক্ষিণ আফ্রিকা।


'আমি আশা করি ভারতের বিপক্ষে পারফর্মেন্স আমাদের টার্নিং পয়েন্ট হবে। আমরা অনেক বেশি আশাবাদী। আমার মনে হয় আমরা বিশ্বের দুটি বড় দলের সাথে খেলে ফেলেছি।'


বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে বিশ্ব ক্রিকেটের শক্তিশালী দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball