নিজস্ব পরিচয়ে প্রতিষ্ঠিত হতে চান ক্যারিবিয়ান পেসাররা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের ১৫তম ম্যাচে মাঠে নামার আগে দলের বোলারদের প্রতি ভরসা রাখছেন উইন্ডিজ সহকারী কোচ রডডি ইস্টউইক। এবারের বিশ্বকাপে যে ৭ জন পেসার নিয়ে খেলতে এসেছে ক্যারিবিয়ানরা তাঁদের প্রত্যেকেই নিজস্ব পরিচয় ঠিক রাখার লক্ষ্যে মাঠে নামবে বলে বিশ্বাস তাঁর।
এখন পর্যন্ত বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছে ক্যারিবিয়ান বোলাররা। পাকিস্তানকে ১০৫ রানে অলআউট করার পর বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের মধ্যে আটকে রেখেছিল তারা। ইস্টউইক মনে করছেন এখন শুধুই সামনে এগিয়ে যাওয়ার সময় তাদের।

'আমরা পেছন ফিরে তাকাতে পারবো না। আমাদের অতীতকে সম্মান করতে হবে। এই বোলাররা জানে যে তাঁদের নিজস্ব পরিচয় ঠিক করতে হবে,' বলেছেন এই ক্যারিবিয়ান সহকারী কোচ।
বিশ্বকাপের অন্যতম দুই ফেভারিট দলের বিপক্ষে দারুণ পারফর্মেন্স যথেষ্ট আত্মবিশ্বাস প্রদান করছে ইস্টউইককে। বিশেষ করে বোলারদের অবদানে বেশ সন্তুষ্ট তিনি। প্রোটিয়াদের মুখোমুখি হওয়ার আগে তাই তিনি বলেছেন,
'প্রত্যেকে বলছিল যে দল ৩৬০ অথবা ৩৮০ রান করবে এই টুর্নামেন্টে। আমরা উভয় দলকেই ৩০০ রান???র নিচে আটকে রেখেছিলাম। সুতরাং আমরা অনেক খুশি যেভাবে বোলাররা তাঁদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে।'
নিজেদের স্বভাবসিদ্ধ খেলাটাই খেলতে ইচ্ছুক ক্যারিবিয়ানরা। আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রতিই গুরুত্ব দিচ্ছে তারা। সহকারী কোচের ভাষ্যমতে, 'আমরা আমাদের মতো খেলছি, আমরা এমনভাবে খেলছি যেটি আমাদের জন্য কার্যকর হয়। সেই আক্রমণাত্মক ক্রিকেট, সাথে এক চিলতে হাসি।'
উল্লেখ্য সোমবার সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে জ্যাসন হোল্ডারের উইন্ডিজ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ।