বাংলাদেশের ডেথ ওভারের নতুন ভরসা সাইফউদ্দিন

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ডেথ ওভারে বোলিংয়ে বরাবরই পিছিয়ে ছিল বাংলাদেশ। শেষের দিকের বাজে বোলিংয়ে অনেক ক্লোজ ম্যাচে পরাজিত হতে হয়েছিল টাইগারদের। অবশেষে ডেথ ওভারের জন্য আস্থাশীল বোলার খুঁজে পেয়েছে বাংলাদেশ দল।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ডানহাতি পেসার সাইফউদ্দিন। শেষের দশ ওভারে চার ওভার বোলিং করেছেন তিনি। তুলে নিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার আন্দাইল ফেহলুকেওয়ের মূল্যবান উইকেট, খরচ করেছেন ৩৫ রান।

বিশ্বকাপের ঠিক পূর্বে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজেও ডেথ ওভারে দুর্দান্ত ছিলেন সাইফউদ্দিন। উইন্ডিজদের বিপক্ষে প্রথম দেখায় শুরু দিকে ৭ ওভারে ৩৬ রান দিয়েছিলেন তিনি। শেষ দশ ওভারে বল করতে এসে ৩ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ১১ রান এবং তুলে নিয়েছেন দুটি উইকেট।
আয়ারল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ছিলেন বোলার সাইফউদ্দিন। শেষ দশ ওভারে চার ওভার বোলিং করে ২৪ রান দিয়ে তুলে নিয়েছিলেন দুটি উইকেট।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও দারুণ বোলিং করেছেন সাইফউদ্দিন। ইয়র্কার, স্লোয়ার, বাউন্স...বোলিং এসব বৈচিত্র্য এনে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের চেয়ে ডেথ ওভারের কার্যকরী বোলার হয়ে উঠেছেন তিনি। তাঁর বোলিংয়ে মুগ্ধ হয়ে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন,
'সাইফউদ্দিন অসাধারণ ডেথ বোলিং করছে। এখন মুস্তাফিজের চেয়েও অনেক ভালো ডেথ বোলিং করছে। বিশেষ করে সব কন্ডিশনেই এখন।'