দ. আফ্রিকা দলে মুস্তাফিজের অভাববোধ করছেন গিবস

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকা দলে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের অভাব বোধ করছেন দলটির সাবেক ক্রিকেটার হার্সেল গিবস। ২০২৩ বিশ্বকাপের আগে এমন একজন বাঁহাতি পেসার প্রোটিয়া দলে চাইছেন তিনি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে বল হাতে যেন ছন্দ খুঁজে পেয়েছেন মুস্তাফিজ। কিছুটা খরুচে বোলিং করলেও বলে গতি ফিরে পেয়েছেন তিনি। ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে ১৪০ কিমিঃ এর ঊর্ধ্বে রীতিমত বল ছুঁড়েছেন এই পেসার।

সাথে ছিল স্লোয়ার, কাটারের বৈচিত্র্য। অসাধারণ বোলিং করে তুলে নিয়েছেন তিনটি মূল্যবান উইকেট। এমন একজন মুস্তাফিজের সন্ধানে আছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ২৪৮ ওয়ানডে খেলা গিবস।
নিজের টুইটারের পাতায় গিবস লিখেছেন, 'বাংলাদেশ দলে বাঁহাতি পেসার দেখে ভালো লেগেছে। আমার উচিত পরবর্তী বিশ্বকাপের আগে একজন বাঁহাতি পেসার তৈরি করা। আমি যেটা পূর্বে বলেছিলাম, আমাদের বোলিং আক্রমণে বৈচিত্র্যের অভাব রয়েছে।'
উল্লেখ্য ব্যাটসম্যানদের পর বোলারদের পারফর্মেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। বিশ্বকাপের যাত্রা জয় দিয়েই শুরু করেছে মাশরাফি বাহিনী।