promotional_ad

রিষ্ট স্পিনারের ঘাটতি ভাবাচ্ছে না মাশরাফিকে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ দলে কোনও লেগ স্পিনার না থাকলেও সেটি নিয়ে তেমন মাথাব্যাথা নেই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। বরং অন্যান্য স্পিনার যারা আছেন তাঁদের ওপর ভরসা রাখাটাকে মুখ্য হিসেবে বিশ্বাস করছেন তিনি। 


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার আগে রিস্ট বা লেগ স্পিনার নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন মাশরাফি। কেননা প্রতিপক্ষ দলে যে রয়েছেন ইমরান তাহিরের মতো বিশ্বমানের একজন লেগি। অপরদিকে টাইগার শিবিরে রয়েছে ফিঙ্গার স্পিনারদের আধিক্য। 


promotional_ad

সেক্ষেত্রে প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপে কতটা ধ্বস নামাতে পারবেন তারা সেটিই এখন বড় প্রশ্ন। তবে অধিনায়ক মাশরাফির বিশ্বাস নিজেদের যা আছে তার সেরাটা ঢেলে দিলে চাপ সৃষ্টি অসম্ভব কিছু হবে না। দক্ষিণ আফ্রিকার রানের চাকায় বাঁধ দিতে পারলে উদ্দেশ্য সফল হবে জানিয়ে মাশরাফি বলেছেন,   


'আমাদের তো আসলে কোন রিস্ট স্পিনার নেই তাই আমাদের এই নিয়ে কথা বলে লাভও হবে না। আমাদের যারা স্পিনার আছে সবাই মোটামুটি রক্ষণাত্মক। রান আটকে একটা চাপ সৃষ্টি করে উইকেট বের করার চেষ্টা করি। সুতরাং আমার কাছে মনে হয় যে স্পিনাররা যে ভূমিকা পালন করে আসছে সেখানে লেগে থাকা উচিত।'


মাঠের খেলাতে সতীর্থদের চাপ না নেয়ারও আহ্বান জানিয়েছেন টাইগার কাপ্তান। উইকেটের সাহায্যকে বেশি গুরুত্ব না দিয়ে বোলারদের পারফর্মেন্সের ওপর বেশি প্রাধান্য দিচ্ছেন মাশরাফি। সবমিলিয়ে দলীয় পারফর্মেন্সের সুবাদে সাফল্য বয়ে আনার লক্ষ্য তাঁর, 


'মাঠে চাপ নেয়ার প্রয়োজন নেই, কারণ আগেই বলেছি এখানে উইকেট বাংলাদেশের মতো হবে না। তেমন হেল্প পাবে বলে মনে হয়না। উইকেট তিনটা চারটা পেয়ে যাবে তাও হবে বলে মনে হয় না। আমার কাছে মনে হয় পাঁচ ছয় জন বোলার যারা আছে তাদের একত্র হয়ে ভালো বোলিং করতে হবে। 


এখানে দুই একজন বোলার রান দিতেই পারে এটা স্বাভাবিক ক্রিকেটে। তবে সবাই যদি আমরা চাপ সৃষ্টি করতে পারি তাহলে আমরা উইকেট তুলে নিতে পারব এবং এটাই আমাদের শক্তির জায়গা। আমার মনে হয় না সামর্থ্য থেকে বেরিয়ে আমরা এই টুর্নামেন্টে ভালো কিছু করতে পারব।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball