বাংলাদেশের বিপক্ষে লড়াই করুক দ.আফ্রিকাঃ গাঙ্গুলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানের বিশাল হারে কিছুটা হলেও আত্মবিশ্বাস তলানিতে রয়েছে দলটির। তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির চাওয়া বাংলাদেশের বিপক্ষে লড়াই করে ঘুরে দাঁড়াক ফাফ ডু প্লেসিসের দল।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন বিভাগেই প্রোটিয়াদের ছাড়িয়ে গেছে ইংলিশরা। আশানুরূপ পারফর্মেন্স দেখাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। গাঙ্গুলির ধারণা প্রথম ম্যাচে দল হিসেবে খেলতে পারেনি ডু প্লেসিস-আমলারা। টাইগারদের বিপক্ষে পরিকল্পনায় অটুট থেকে ভালো ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন গাঙ্গুলি।

'যদিও এটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ, তারা পরের ম্যাচে লড়াই করবে এবং তাদেরকে দল হিসেবে খেলতে হবে। তাদের এই পরাজয় ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বিশ্বকাপ জেতা খুব গুরুত্বপূর্ণ না কিন্তু আপনাকে মাঠে নামতে হবে জেতার লক্ষ্য নিয়ে।
'তাদেরকে আরও শক্ত লড়াই করতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। তাদের দলের অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। রাবাদা এবং এনগিদি দুর্দান্ত বোলার। তাহির বিশ্বমানের স্পিনার। সে ভারতের বিপক্ষে ভালো বল করেছে। প্রধান দিক হল, তাদেরকে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। টপ অর্ডারের কাউকে হাল ধরতে হবে এবং দলের জন্য শতক হাঁকাতে হবে।'
জুনের ২ তারিখ মাশরাফি বিন মর্তুজার দলের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চাইবে আফ্রিকানরা, চাওয়া গাঙ্গুলির।