promotional_ad

গোপন অস্ত্র গোপনই থাকুকঃ ওয়ালশ

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপে যে কোন দলকে হারানোর হাতিয়ার আছে বাংলাদেশ দলের। কিন্তু ম্যাচের আগে এই গোপন অস্ত্র সকলের সামনে প্রকাশ করতে চায় না বাংলাদেশ দল। দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বিশ্বাস করেন, যে কোন দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করার সামর্থ্য আছে টাইগারদের।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ক্রিকেট বিশ্বকে চমকে দিতে প্রস্তুত বাংলাদেশ। দলের ক্রিকেটারদের উপর সেই আস্থা আছে কোচ ওয়ালশের। তবে দলের সামর্থ্যের জায়গা গোপন রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি,


promotional_ad

'এটাই আমার গোপন অস্ত্র। আমাদের সামর্থ্য সম্পর্কে আমরা প্রতিপক্ষকে জানাতে চাই না। কিন্তু আমাদের স্কোয়াডে এমন অনেক ক্রিকেটার আছে যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমি বিশ্বাস করি আমরা যে কারো সাথে লড়াই করতে পারি। নির্বাচকরা ব্যাটিং লাইন আপের গভীরতার দিকে বেশি নজর দিচ্ছেন। আমি তাঁদেরকে (বোলারদের) ম্যাচের জন্য প্রস্তুত করছি।'


যদিও ওয়ালশ জানিয়েছেন, দলের ক্রিকেটাররা দারুণ অবস্থানে আছেন। ত্রিদেশীয় সিরিজ জয়ে আত্মবিশ্বাস দ্বিগুণ হয়েছে তাঁদের, মনে করছেন তিনি। সংবাদিকদের তিনি বলেন,


'আমি মনে করি আমরা ভালো অবস্থায় আছি। গত কয়েকদিনে ছেলেরা ভালো কাজ করছে। তাঁরা দারুণ একটি টুর্নামেন্ট পার করে এসেছে। তাই আত্মবিশ্বাস তুঙ্গে আছে তাঁদের। আমাদের শুধু খেলাকে উপভোগ করতে হবে।


'যদিও তাঁরা শেষ প্রস্তুতি ম্যাচে হেরেছে কিন্তু আমরা ভালো অবস্থায় আছি এবং ভালো অনুশীলন করছি। ভালো এবং খারাপ দুই দিনই আসতে পারে কিন্তু আপনাকে খারাপের তুলনায় ভালো দিনের জন্যই বেশি চেষ্টা করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball