সঠিক দিশায় আছে মুস্তাফিজঃ ওয়ালশ

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইনজুরি প্রতিনিয়ত সঙ্গী হয়ে আছে বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। তবে বর্তমানে সেরে উঠছেন তিনি, আছেন সঠিক পথেও। মুস্তাফিজের ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় সন্তুষ্ট বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
ক্যারিয়ারে বেশ কয়েকবার ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজ। সর্বপ্রথম ২০১৬ সালে ইংল্যান্ডে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন তিনি। সেখানেই শল্যবিদের ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে তাঁকে।

২০১৭ সালে ফুটবল অনুশীলনের সময় পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন মুস্তাফিজ, যে কারণে সেই বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম দিকে অংশ নিতে পারেননি তিনি। এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও অংশ নিতে পারেননি। যে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে ছিলেন না এই পেস তারকা।
'এটাই বিষয়। আমি প্রথম দিন থেকে বলছি সে (মুস্তাফিজ) ইনজুরিতে আছে। তাঁর কিছু সময় প্রয়োজন ম্যাচের জন্য ফিট হতে। আমার মনে হয় সে ঠিক পথেই আছে সেরে ওঠার জন্য। অনেকেই বলেছিলেন সে আগের অবস্থায় ফিরে আসতে পারবে না। ক্রিকেটে সে ভালো খারাপ সবই দেখেছে।
'ইনজুরির পর তাঁর যে মানসিক অবস্থা, সাথে ফিটনেস সব মিলিয়ে সে আগের অবস্থায় ফিরে আসবে কিনা আমি জানি না। যদি তাঁর আত্মবিশ্বাস ফিরে আসে স্বাভাবিকভাবেই তাঁর সামর্থ্য ফিরে আসবে। তাঁর যে ইনজুরি এটা সামান্য কিছু নয়, তবে দেখে ভালো লাগছে সে সঠিক পথেই আছে। আমি আশা করছি বিশ্বকাপ শেষের আগেই আমরা তাঁকে পুরনো রূপে ফিরে পাব,' বলেছেন ওয়ালশ।
মুস্তাফিজকে সম্পূর্ণ ফিট অবস্থায় পেতে চাইছেন ওয়ালশ। কারণ তিনি বিশ্বাস করেন, বাংলাদেশকে সাফল্য এনে দেয়ার অন্যতম হাতিয়ার তিনি। তাঁর ভাষায়,
'যদি সে আমাদের তাঁর সেরা পারফর্মেন্স দিতে পারে বিশ্বকাপে তাহলে সেটি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। এই মুহূর্তে সব কিছু ভালোই যাচ্ছে, তাঁর এখন সামান্য চোট আছে। আমরা যদি তাঁকে ৯৯.৫ শতাংশও ফিট পাই তাহলেও আমি খুশি।'