ভুল কিছু না করেও নিষিদ্ধ হয়েছিঃ রাসেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজ তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল মনে করেন, কোন ধরণের ভুল কাজ না করেও এক বছরের জন্য নিষিদ্ধ হতে হয়েছে তাঁকে। ২০১৭ সালে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল এই ক্যারিবিয়ানকে।
ডোপিং সংক্রান্ত নিয়মভঙ্গের কারণে তাঁর ওপর এই নিষেধাজ্ঞা আনা হয়। কিন্তু কোনও প্রকার নিষিদ্ধ বস্তু সেবন করেননি জানিয়ে আগে থেকেই আত্মপক্ষ সমর্থন করে আসছেন রাসেল। জীবনের সবচেয়ে কঠিন সময় তিনি পার করেছেন নিষেধাজ্ঞার সেই সময়টায়। তবে বিধ্বংসী এই অলরাউন্ডারের বিশ্বাস এই নিষেধাজ্ঞাই তাঁকে আরও পরিণত হয়ে ফিরে আসতে সাহায্য করেছে,

'আমাকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু আমি কোন ভুল করিনি। পরবর্তীতে মেনে নিয়েছি, নিজেকে বলেছি এটা সম্ভবত আমার জীবনের একটি অংশ। এরপর আমি আর অপেক্ষা করিনি, কোন দ্বিধাদ্বন্দ্বে না থেকে আমি অনুশীলন করা শুরু করি। আমি চেয়েছি আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে এবং নিজেকে প্রমাণ করতে।
'কারণ মানুষ আমার দিকে আঙ্গুল তুলে বলছিল আমি চিনি একে, সে অনেক শক্তিশালী কারণ সে ড্রাগ গ্রহণ করে। আমি মানসিকভাবে অনেক শক্ত ছিলাম সে সময়। তাই আজ আমি এখানে,' বলেছেন রাসেল।
'লাপাত্তা' হয়ে নিষিদ্ধ বস্তু সেবন করেছেন, এরকম সন্দেহের তীর ২০১৫ সাল থেকেই রাসেলের দিকে ছোঁড়া হচ্ছিল। জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন জানিয়েছে, ২০১৫ সালের ১লা জানুয়ারি, ১লা জুলাই এবং ২৫ শে জুলাই রাসেল কোথায় ছিলেন সেটা তাঁদেরকে জানাননি।
তাঁকে কয়েকবার ফোন, মেইল এমনকি চিঠি দিয়েও পাওয়া যায়নি। তবে রাসেল তাঁর আত্মপক্ষ সমর্থন করে বলেছিলেন, ব্যস্ত ক্রিকেটসূচির জন্যই ঠিকভাবে রিপোর্ট দিতে পারেননি তিনি।